ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আসাদ মান্নান

আমার মামুন ভাই

প্রকাশিত: ০৩:৫৩, ২৪ মে ২০১৬

আমার মামুন ভাই

গভীর ঘুমের মধ্যে কেটে গেছে আমাদের বহু রাতদিন কুয়াশার ঘূর্ণিপাকে তছনছ হয়ে যায় সকল অর্জন মিথ্যার বেসাতি আর ধুরন্ধর ধান্দাবাজ টাউট ফড়িয়া আমাদের রক্তে পাওয়া এই প্রিয় দেশটাকে আস্ত গিলে খায়। রবীন্দ্র লালন আর নজরুল মানসের শাঁসে গড়া যাঁর আঁতুড়ের মাটি আর অন্তরভুবন সেই মহামানবের রক্তে অতঃপর সিক্ত হলো তাঁর হাতে তৈরি করা স্বপ্নের স্বদেশ। জাতির পিতার যারা হত্যাকারী ওরা কিন্তু নিজ জননীকে প্রকাশ্যে ধর্ষণ করে। জননী ধর্ষণকারী সেই সব হিংস্র জন্তু-জানোয়ার আজ যদিও নরকে, এখনও তাদের নষ্ট প্রেতাত্মারা মরে নাই; ওদের তাড়াতে তাঁর মেধা ও মনীষা নিয়ত কলমযুদ্ধে বাকযুদ্ধে রয়েছে উদ্যত- কে তিনি... কে? আমার মামুন ভাই- মুনতাসীর মামুন, যে তিনি জাতিকে তার প্রতিটি মুহূর্ত দিয়ে গড়িছেন অসামান্য মানবকলায়।
×