ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্বর্ণপাম জিতল ব্রিটিশ চলচ্চিত্র ‘আই, ড্যানিয়েল ব্লেক’ ॥ কান উৎসবের ৬৯ আসরের পর্দা নামল

প্রকাশিত: ০৩:৩৬, ২৪ মে ২০১৬

স্বর্ণপাম জিতল ব্রিটিশ চলচ্চিত্র ‘আই, ড্যানিয়েল ব্লেক’ ॥ কান উৎসবের ৬৯ আসরের পর্দা নামল

সংস্কৃতি ডেস্ক ॥ বিশ্বের অন্যতম আলোচিত ও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কানের এবারের আসরের পর্দা নামল রবিবার। পৃথিবীর অন্যতম দ্বিতীয় বৃহত্তম এ উৎসবের ৬৯তম আসরে সব ধরনের আলোচনাকে মিথ্যে প্রমাণ করে সেরা সম্মাননা স্বর্ণপাম (পাম দ’র) জিতল বর্ষিয়ান ব্রিটিশ পরিচালক কেন লোচের চলচ্চিত্র ‘আই, ড্যানিয়েল ব্লেক’। ব্রিটেনের সামাজিক নিরাপত্তা ব্যবস্থাই এ চলচ্চিত্রের বিষয়বস্তু। রবিবার সন্ধ্যা সোয়া সাতটায় শুরু হয়ে রাত সাড়ে আটটা (বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা) অবধি গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উৎসবের সমাপনী অনুষ্ঠান হয়েছে। এখানে কেন লোচের হাতে পুরস্কার তুলে দেন হলিউড তারকা মেল গিবসন। ‘ম্যাড ম্যাক্স’ দিয়ে যার উত্থান, সেই চলচ্চিত্রের পরিচালক জর্জ মিলার ছিলেন এবারের প্রতিযোগিতা বিভাগের সভাপতি। এ নিয়ে দ্বিতীয়বার স্বর্ণপাম জিতলেন কেন লোচ। কানের ইতিহাসে এর আগে মাত্র আটজন পরিচালক দু’বার করে স্বর্ণপাম জিতেছেন। তাদের সঙ্গে এবার যুক্ত হলো ৭৯ বছর বয়সী এই নির্মাতার নাম। ২০০৬ সালে কানে কেন লোচের ‘দ্য উইন্ড দ্যাট শেকস দ্য বার্লি’ স্বর্ণপাম জেতে। ফলে পুরো ১০ বছর বিরতির পর এবারের ‘পাম দ্য’অর’ উঠলো ব্রিটেনের ঘরে। এবারও বাজিমাত করলেন পুরনো বিজয়ীই। যুক্তরাজ্যের হয়ে দ্বিতীয়বারের মত পাম দ্য’অর জেতা এই পরিচালক পুরষ্কার হাতে নিয়ে ফরাসি ভাষায় ধন্যবাদ জানান তার সহকর্মীদের। এর আগে ২০০৬ সালে পাম দ্য’অর জিতেছিল তার চলচ্চিত্র ‘দ্য উইন্ড দ্যাট শেকস দ্য বার্লি’। সামাজিক অনিয়ম এবং দুর্নীতির বেড়াজালে পড়ে ভুক্তভোগী অসহায় মানুষদের নিয়ে চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচিত লোচ। এবারের চলচ্চিত্রটিও ছিল সেই ধাঁচের। ‘আই,ড্যানিয়েল ব্লেইক’ চলচ্চিত্র তৈরি হয়েছে ড্যানিয়েল নামের এক দরিদ্র রাজমিস্ত্রি এবং দুই সন্তান নিয়ে সংগ্রাম করা স্বামী পরিতক্ত্যা এক নারীর গল্প ?নিয়ে, যারা ব্রিটেনের দুর্নীতিগ্রস্থ আইনব্যবস্থার শিকার। ইরানী চলচ্চিত্র ‘দ্য সেলসম্যান’ পেয়েছে দুটি পুরস্কার। এতে দুর্দান্ত অভিনয়ের জন্য সবাইকে চমকে দিয়ে সেরা অভিনেতা হয়েছেন শাহাব হোসেইনি। আর সেরা চিত্রনাট্যের পুরস্কার উঠেছে চলচ্চিত্রটির পরিচালক আসগর ফারহাদির হাতে। ‘ইটস অনলি দ্য এ্যান্ড অব দ্য ওয়ার্ল্ড’ চলচ্চিত্রের জন্য কানাডিয়ান তরুণ নির্মাতা জাভিয়ে দোলান জিতেছেন দ্বিতীয় সম্মানজনক পুরস্কার গ্রাঁ প্রিঁ। দুই বছর আগে তার ‘মমি’ জুরি প্রাইজ পেয়েছিল। এবারের জুরি প্রাইজ গেছে মার্কিন মুলুকে। ‘আমেরিকান হানি’র জন্য এটি পেলেন যুক্তরাষ্ট্রের পরিচালক আন্ড্রিয়া আর্নল্ড। সেরা পরিচালক হয়েছেন দু’জন। ফ্রান্সের অলিভিয়ে এ্যাসাইয়াস তার ‘পার্সোনাল শপার’ এবং রোমানিয়ার ক্রিস্টিউন মুনজিউ পুরস্কারটি জিতেছেন ‘গ্রাজুয়েশন’ চলচ্চিত্রের জন্য। ফিলিপাইনের চলচ্চিত্র ‘মা, রোজা’য় নাম ভূমিকায় দারুণ অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রী হলেন জ্যাকলিন জোস। সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হয়েছে স্প্যানিশ চলচ্চিত্র ‘টাইমকোড’। অনুষ্ঠানে সম্মানসূচক পাম দ’র পেয়েছেন ফ্রেঞ্চ নিউ ওয়েভের অন্যতম জনপ্রিয় মুখ ফরাসী অভিনেতা জ্যঁ-পিয়ের লিউ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফরাসি অভিনেতা লঁরা লঁফে। সবশেষে ‘আই, ড্যানিয়েল ব্লেক’ দেখানো হয়। আসরের সবচেয়ে বড় চমক ছিল সমালোচক ও দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়ানো মারেন আদ পরিচালিত ‘টনি আর্ডম্যান’-এর শূন্য হাতে ফেরা। জর্জ মিলারের নেতৃত্বে বিচারকরা যে চমক জমা রেখেছেন তা নিচের তালিকা দেখলেই বোঝা যায়। একনজরে কান পুরস্কার ২০১৬ স্বর্ণপাম (পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র) : আই, ড্যানিয়েল ব্লেক (কেন লোচ, যুক্তরাজ্য)। গ্র্যাঁ প্রিঁ : ইটস অনলি দ্য এ্যান্ড অব দ্য ওয়ার্ল্ড (জাভিয়ে দোলান; কানাডা-ফ্রান্স)। জুরি প্রাইজ : আমেরিকান হানি (আন্ড্রিয়া আর্নল্ড, যুক্তরাষ্ট্র)। সেরা অভিনেতা : শাহাব হোসেইনি (দ্য সেলসম্যান, ইরান)। সেরা অভিনেত্রী : জ্যাকলিন জোস (মা, রোজা, ফিলিপিন্স)। সেরা পরিচালক (যৌথভাবে) : ক্রিস্টিয়ান মুনজিউ (গ্রাজুয়েশন, রোমানিয়া), অলিভিয়ে এ্যাসাইয়াস (পার্সোনাল শপার, ফ্রান্স)। সেরা চিত্রনাট্যকার : আসগর ফারহাদি (দ্য সেলসম্যান, ইরান)। ক্যামেরা দ’র : হুদা বেনিয়ামিনা (ডিভাইনস, মরক্কো), স্বর্ণপাম (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র)।
×