ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরিয়ার দুই শহরে বোমা হামলায় নিহত শতাধিক

প্রকাশিত: ০৩:৩৫, ২৪ মে ২০১৬

সিরিয়ার দুই শহরে বোমা হামলায় নিহত শতাধিক

সিরিয়ার উপকূলীয় দুটি শহর জাবলেহ এবং তারতাউসে বোমা হামলায় ১শ’র বেশি মানুষ নিহত হয়েছে। সোমবার একটি সরকার নিয়ন্ত্রিত এলাকায় এ বোমা হামলা হয়। ওই এলাকায় রাশিয়ার বাহিনী আছে বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা। খরব ওয়েবসাইটের। শহর দুটিতে বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থকদের লক্ষ্য করে তারা হামলা চালাচ্ছে বলে জানিয়েছে। দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, কমপক্ষে পাঁচটি আত্মঘাতী হামলা এবং দুটি গাড়িবোমা হামলায় বহু মানুষ আহত হয়েছে। রাশিয়ার নৌবাহিনী মোতায়েন থাকা শহর তারতাউসে এবং জাবলেহ শহরে আইএসের এটিই প্রথম এ ধরনের হামলা। অবজারভেটরির হিসাবমতে, জাবলেহ শহরে বোমা হামলায় নিহত হয়েছে ৫৩ জন আর তারতাউসে বোমা হামলায় নিহত হয়েছে আরও ৪৮ জন। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন হামলার খবর নিশ্চিত করে জানালেও হতাহতের সংখ্যা কম উল্লেখ করেছে। কোচিং ভীতি দূর করতে শিক্ষার্থীদের কোচিং ভীতি দূর করতে ভারতের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় এবার একটি নতুন মোবাইল এ্যাপ এবং পোর্টাল আনছে। এতে বিভিন্ন বিষয়ে আইআইটির শিক্ষকদের লেকচার এবং মাধ্যমিক পরীক্ষার পুরনো প্রশ্ন পাওয়া যাবে। সারাদেশের কথা মাথায় রেখে ১৩টি ভাষায় লেকচার ও প্রশ্ন থাকবে। এসএসসি প্রশ্নপত্র দ্বাদশ শ্রেণীর সিলেবাসের সঙ্গে সঙ্গতি বজায় রেখেই করা হবে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী। -এবিপি কল্পনায় শেষ পরিণতি নিজের চোখেই যেন নিজের শেষ পরিণতি দেখতে পেয়েছিলেন দুর্ঘটনাকবলিত ইজিপ্টএয়ারের ফ্লাইট এ্যাটেন্ডেন্টে। বৃহস্পতিবার প্যারিস থেকে কায়রো আসার পথে ভূমধ্যসাগরে নিমজ্জিত প্লেনটিতে ছিলেন ৫৬ জন যাত্রী ও ১০ জন ক্রু। এই ১০ জন ক্রুয়ের একজন ছিলেন সামার ইজ আলদিন। ২০১৪ সালে তিনি ফেসবুকে নিজের সলিল সমাধির কথা ভেবেই যেন ফেসবুকে এমন একটি ছবি পোস্ট করেছিলেন। -নিউইয়র্ক পোস্ট
×