ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন নেতা নির্বাচনে জঙ্গী গ্রুপটির বৈঠক

তালেবান প্রধান মোল্লা মনসুর মার্কিন ড্রোন হামলায় নিহত

প্রকাশিত: ০৩:৩৪, ২৪ মে ২০১৬

তালেবান প্রধান মোল্লা মনসুর মার্কিন ড্রোন হামলায় নিহত

মার্কিন ড্রোন (চালকবিহীন বিমান) হামলায় আফগান সীমান্তের কাছে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি প্রত্যন্ত এলাকায় তালেবানের শীর্ষ নেতা মোল্লা আখতার মোহাম্মদ মনসুর নিহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছে আফগানিস্তান। পাশাপাশি মোল্লা মনসুর নিহত হয়েছেন বলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও নিশ্চিত করেছেন। তিনি তার মৃত্যুকে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় একটি ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ বলে উল্লেখ করেন। এদিকে মোল্লা মনসুর নিহত হওয়ার পর নতুন নেতা নির্বাচনে রবিবার বৈঠকে করেছে বলে তালেবানের দুটি সূত্র জানিয়েছে। খবর এএফপি ও ইন্টারন্যাশনাল নিউইয়র্ক টাইমসের। আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা পরিদফতর, দেশটির প্রধান নির্বাহী ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রবিবার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। মোল্লা মনসুরের নিহত হওয়ার ব্যাপারে আফগানিস্তানের কাছ থেকেই প্রথম আনুষ্ঠানিক ঘোষণা এল। পাকিস্তানের মাটিতে শনিবারের হামলার কথা উল্লেখ করে এক বিবৃতিতে ওবামা বলেন, আল কায়েদার মতো চরমপন্থী সংগঠনগুলোর সঙ্গে সন্ধি স্থাপন, আফগান জনগণের বিরুদ্ধে যুদ্ধ, আমেরিকা ও জোট বাহিনীর ওপর অব্যাহত হামলা ও এর পরিকল্পনাকারী একটি সংগঠনের নেতাকে আমরা অপসারণ করেছি। এদিকে তালেবান সূত্রগুলো জানিয়েছে, তালেবানের রাহবারি শুরার (নেতৃস্থানীয় কাউন্সিল) বৈঠকে পরবর্তী নেতা কে হতে পারেন তা নিয়ে আলোচনা হয়েছে। এতে সংগঠনটি তাদের নেতার মৃত্যুর বিষয়টি মেনে নিয়েছে বলে জোরালো ইঙ্গিত পাওয়া গেছে। তবে এর আগে মনসুরের ঘনিষ্ঠ একজন সহচর তালেবানের শীর্ষ নেতার নিহত হওয়ার খবর অস্বীকার করেছিলেন। সূত্রগুলো জানিয়েছে, বৈঠকে গেরিলা কমান্ডার সিরাজুদ্দিন হাক্কানি, মোল্লা মোহাম্মদ ইয়াকুব, মোল্লা আব্দুল কাইয়ুম জাকির ও মোল্লা শেরিনের নাম আলোচিত হয়েছে। এদের মধ্যে হাক্কানির মাথার দাম হিসেবে যুক্তরাষ্ট্রের ৫০ লাখ ডলার অর্থ পুরস্কার ঘোষণা করা আছে। হাক্কানি তালেবান প্রধান হলে আফগান সরকারী বাহিনী এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্র বাহিনীর প্রতি বিদ্রোহীরা আরও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। হাক্কানিকে আফগান বিদ্রোহীদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক যুদ্ধবাজ নেতা হিসেবে বিবেচনা করে যুক্তরাষ্ট্র ও আফগান কর্মকর্তারা।
×