ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স খুঁজতে মিসরীয় ডুবোজাহাজ

প্রকাশিত: ২০:৫০, ২৩ মে ২০১৬

বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স খুঁজতে মিসরীয় ডুবোজাহাজ

অনলাইন ডেস্ক॥ ৬৬ যাত্রী নিয়ে ভূমধ্যসাগরে বিধ্বস্ত ইজিপ্টএয়ারের ফ্লাইট ৮০৪-এর ব্ল্যাকবক্স খুঁজে বের করা জন্য ডুবোজাহাজ মোতায়েন করেছে মিসর। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি রবিবার এ ঘোষণা দিয়েছেন। প্যারিস থেকে কায়রো ফেরার পথে ৬৬ জন আরোহী নিয়ে মিসরের আকাশসীমায় রহস্যজনক ভাবে বিধ্বস্ত হয় ফ্লাইট ৮০৪। তল্লাশি চালিয়ে এ পর্যন্ত বিধ্বস্ত বিমানের লাইফ জ্যাকেট, চেয়ার, যাত্রীদের মালপত্র এবং দেহের খণ্ডিত অংশ পাওয়া গেলেও এখনো বিমানের পেছনের অংশ বা ব্ল্যাকবক্স ফ্লাইট ডেটা এবং ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার করা সম্ভব হয়নি। বিমানটি কেন বিধ্বস্ত হয়েছে তা বের করতে সহায়তা করবে ব্ল্যাকবক্স। মিসরের সামরিক বাহিনী বলেছে, বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ আলেকজান্দ্রিয়া ২৯০ কিলোমিটার উত্তরে পাওয়া গেছে। তল্লাশির জন্য যে ডুবোজাহাজ মোতায়েন করা হয়েছে তা সাগরের তিন হাজার ফুট গভীর পর্যন্ত যেতে পারবে বলে মিশরের টিভি জানিয়েছে। এদিকে, বিমান বিধ্বস্ত হওয়ার কারণ নিয়ে জল্পনা-কল্পনা না করার জন্য সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন মিসরের বেসামরিক বিমান চলাচল মন্ত্রী শরিফ ফাথি।
×