ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডের কাছে হারলেও অন্যরকম প্রাপ্তি তুরস্কের

প্রকাশিত: ১৯:৩৩, ২৩ মে ২০১৬

ইংল্যান্ডের কাছে হারলেও অন্যরকম প্রাপ্তি তুরস্কের

অনলাইন ডেস্ক॥ এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দুই গোলদাতা হ্যারি কেইন, জেমি ভার্ডির গোলে তুরস্ককে প্রীতি ম্যাচে হারিয়েছে ইংল্যান্ড। তবে অন্যরকম প্রাপ্তি নিয়ে ঘরে ফিরছে তুর্কিরা; এই প্রথম ইংল্যান্ডের জালে গোল দিয়েছে তারা। রবিবার রাতে ম্যানচেস্টার সিটির ইতিহাদ স্টেডিয়ামে ২-১ ব্যবধানে হারা তুরস্কের একমাত্র গোলদাতা হাকান কালহানোগলু। ত্রয়োদশ মিনিটের লক্ষ্যভেদে ইংল্যান্ডের জালে তুরস্কের গোলদাতার তালিকায় চিরদিনের জন্য প্রথম হয়ে গেলেন ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড। দুই দলের আগের ১০ বারের দেখায় তুরস্কের জালে ইংল্যান্ডের গোল ছিল ৩১টি; তুরস্কের পাশে ছিল শূন্য। ১১ ম্যাচের মধ্যে ইংল্যান্ডের জয় ৯টি; বাকি দুই ম্যাচ ড্র। ইতিহাদের ম্যাচটিও ড্রয়ের দিকে এগুচ্ছিল। কিন্তু লেস্টার সিটিকে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম শিরোপা জেতাতে দারুণ ভূমিকা রাখা ভার্ডির জয়সূচক গোলে তা আর হয়নি। তৃতীয় মিনিটে অফসাইডের ফাঁদ ভেঙে কেইনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে বোকা বানিয়ে ডেলে আলির দেওয়া বুদ্ধিদ্বীপ্ত পাস থেকে লক্ষ্যভেদ করেন সর্বোচ্চ ২৫টি গোল করে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০১৫-১৬ মৌসুম শেষ করা টটেনহ্যাম হটস্পারের এই ফরোয়ার্ড। ১০ মিনিট পরই সমতা ফেরায় অতিথিরা। সতীর্থের কাছ থেকে পাওয়া বল নিয়ে ডান দিক দিয়ে আক্রমণে যাওয়া ভলকান সেনকে আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন গোলরক্ষক জো হার্ট। ভলকানের বাড়ানো বল নিখুঁত প্লেসিং শটে ঠিকানায় পৌঁছে দেন বায়ার লেভারকুজেনের স্ট্রাইকার কালহানোগলু। ৭২তম মিনিটে পেনাল্টি থেকে পোস্টের বাইরে দিয়ে বল মেরে এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করেন কেইন। ভার্ডিকে ডি-বক্সে ফেলে দেওয়া হলে স্পট কিকের বাঁশি বাজিয়েছিলেন রেফারি। ৮৩তম মিনিটে আবার এগিয়ে যায় রয় হজসনের দল। কর্নার থেকে উড়ে আসা বলে গ্যারি ক্যাহিলের হেড পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি তুরস্কের গোলরক্ষক; দুরূহ কোণ থেকে হলেও গতিময় শটে সুযোগটি কাজে লাগান ভার্ডি। এ গোলেই ইউরো চ্যাম্পিয়নশিপ মিশনে নামার আগে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
×