ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আর্থারকের সতর্ক করলেন লতিফ

প্রকাশিত: ১৯:২৩, ২৩ মে ২০১৬

আর্থারকের সতর্ক করলেন লতিফ

অনলাইন ডেস্ক ॥ মিকি আর্থারকে দায়িত্ব দেওয়া হয়েছে বিপথে যাওয়া পাকিস্তান ক্রিকেট দলকে পথে আনার। তিনি যে কাজটি ভালোভাবেই করবেন তারও ধারণা দিয়েছেন এরই মধ্যে। তার এই আটঘাট বেঁধে নামাকে বাহবা দিচ্ছেন অনেক সাবেকরা। তবে তাদের মধ্যে কিছুটা ব্যতিক্রম পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। আর্থারের পাকিস্তান দল নিয়ে এভাবে কথা বলা কিছুতেই পছন্দ করছেন না লতিফ। পাকিস্তানের একটি দৈনিক দ্যা এক্সপ্রেস ট্রিবিউনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমটাই জানান তিনি। তিনি বলেন, ‘নতুন কোচ পাকিস্তান ক্রিকেট দলের সব বিষয় নিয়েই কথা বলছেন। তার কথা বলার জন্য একটু সময় নেওয়া উচিৎ।’ লতিফ আরও বলেন, ‘তিনি অনেক অভিজ্ঞ আন্তর্জাতিকমানের কোচ কিন্তু কথা বলার ক্ষেত্রে তার আরো সচেতন হওয়া উচিৎ। আগে পরিস্থিতি দেখুক এবং পাকিস্তান দলকে নিয়ে তার চ্যালেঞ্জ পূর্ণ করুক।’ রশিদ লতিফের মতে, আর্থারকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা এমনিতেই অনেক বেশি। সেটি আর না বাড়ানোই উচিত। কারণ, পরিস্থিতির উন্নতি করতে না পারলে পাকিস্তানের সমর্থক ও কর্তৃপক্ষ তাঁকে ছাড় দেবে না। তিনি বলেন, ‘সমর্থক, সমালোচক বা সংবাদমাধ্যমের প্রথম পছন্দের কোচ ছিলেন না আর্থার। তাই তাঁকে অনেক কঠোর পরিশ্রম করতে হবে। এখানে শুধু ফলই গুরুত্বপূর্ণ, অন্য কিছু নয়।’ পাকিস্তান দলের দায়িত্ব নেওয়ার আগে, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সফল কোচ ছিলেন মিকি আর্থার।
×