ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রংপুরে বিআরটিএ-র রোড শো

প্রকাশিত: ০০:৫১, ২২ মে ২০১৬

রংপুরে বিআরটিএ-র রোড শো

স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ ‘চালালে গাড়ী সাবধানে বাঁচবে সবাই প্রাণে’ এই শ্লোগানকে সামনে রেখে সড়ক নিরাপক্তা ও গণসচেতনতা বৃদ্ধিমুলক রোড শো করা হয়েছে। বাংলদেশ রোড ট্রান্সপোট অথরিটি (বিআরটিএ)-র আয়োজনে আজ রবিবার দুপুরে রংপুরের তারাগঞ্জ উপজেলা শহরে এই রোড শো মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, গালর্সগাইড ও স্কাউটের সদস্যরা। রোড শো টি তারাগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জনসচেতনায় রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ চৌপথি বাসষ্ট্যান্ডে মানববন্ধন ও সমবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন,রংপুর জেলার মধ্যে সবচেয়ে দূর্ঘটনা প্রবল এলাকা তারাগঞ্জ । চলতি বছরের ২০ এপ্রিল তারাগঞ্জে দুই বাসের মুখোমুথি সংঘর্ষে ১৭ জন মানুষের প্রানহানি ঘটেছে। তাই এলাকার মানুষদের সচেতন করার জন্য আজকের এই অনুষ্ঠান। বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট মারুফ হাসান, উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিলুফা সুলতানা, বিআরটিএ-র রংপুরের সহকারি পরিচালক আতিকুর রহমান তারাগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ। পরে রোড শো‘র শেষে উপজেলা মিলনায়তনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতিতে সড়ক দূর্ঘটনারোধে সচেতনতামুলক চলচিত্র প্রদর্শন করা হয়।
×