ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

'সাউথ এশিয়ান প্রিন্স' এবার নজরুলের নায়ক

প্রকাশিত: ০০:১০, ২২ মে ২০১৬

 'সাউথ এশিয়ান প্রিন্স' এবার নজরুলের নায়ক

অনলাইন ডেস্ক ॥ কাজী নজরুল ইসলামের গল্পের নায়ক হোক বা গানের নায়ক হোক যাই বলেন, নজরুলের নায়ক হিসেবে নিজেকে মেলে ধরার চেষ্টা করলেন অভিনেতা সাঈদ খান। র‍্যাম্প মডেল দিয়েই যাত্রা শুরু করেছিলেন সাঈদ খান। এরপরে নার্গিস আক্তারের হাত ধরে বাংলাদেশে পদার্পণ। তারপরের গল্পগুলো এগিয়ে যাওয়ার। সাঈদ এবার নজরুল গীতির মডেল হলেন। 'তোমার মনের ফুলদানিতে ফুল হবো বন্ধু' শিরোনামে ফেরদৌস আরা'র গাওয়া গানে পরিচালনায় ছিলেন নারগিস আক্তার। বিভিন্ন দেশের মডেলরা সেখানে ক্যারিয়ার গড়তে চান। তাঁদের সঙ্গে প্রতিযোগিতা করেই সুযোগটা পেতে হতো। আমেরিকান ডিজাইনার কেন জনের পোশাকের মডেল হয়ে প্রথম বড় সুযোগটা পেয়েছিলেন। শোটি এফটিভিতে প্রচারিত হয়েছিল। ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের আটলান্টিকে হয়েছিল 'জুয়েল অব ইন্ডিয়া' প্রতিযোগিতা। সেখানে 'সাউথ এশিয়ান প্রিন্স' খেতাব পান সাঈদ। প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন দক্ষিণ এশিয়ার সব দেশের মডেল। ৫০ প্রতিযোগীকে টপকে এই খেতাব পান সাঈদ। গত বছরই সাঈদ খান নিউ ইয়র্ক ফ্যাশন উইকেও হলিউড-বলিউডের বিখ্যাত তারকাদের পাশাপাশি জনপ্রিয় সব ফ্যাশন ডিজাইনারদের পোশাকে মঞ্চ মাতিয়েছেন। প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, সোহা আলী খান, নেহা ধুপিয়াসহ অনেকের সঙ্গেই র‍্যাম্পে হেঁটেছেন। ওয়েস্টার্ন থেকে ইস্টার্ন সবদিকেই যেন সমান তালে পা রাখতে চান সাঈদ খান। তাই তো নারগিস আক্তারের 'যৈবতী কন্যার মন'-এ অভিনয় করছেন সাঈদ। আর এবার তো একেবারে নজরুলের নায়ক। সাঈদের সাথে সহশিল্পী হিসেবে ছিলেন উপমা। দৃশ্যগুলোর চিত্রায়ণ হয়েছে গাজীপুরের সফিপুর আনসার একাডেমি। সাঈদ খান কালের কণ্ঠকে বলেন, এটা আমার জন্য একটা ভিন্ন অভিজ্ঞতা। দেশে নতুন ধরনের কাজ করছি। তার মধ্যে নজরুলের গানের নায়ক, এটা আমার জন্য একটা স্পেশাল ব্যাপার। উপমার সাথে আমার রসায়নেরও প্রশংসা করেছেন নারগিস আপা। সব মিলিয়ে বেশ ভালো একটা কাজ হয়েছে।
×