ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিক্ষক কর্মচারীদের অবসরের অর্থ প্রাপ্তির দুর্ভোগ লাঘবের উদ্যোগ

প্রকাশিত: ০৮:৫৫, ২২ মে ২০১৬

শিক্ষক কর্মচারীদের অবসরের অর্থ প্রাপ্তির দুর্ভোগ লাঘবের উদ্যোগ

স্টাফ রিপোর্টার ॥ বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর গ্রহণকারী শিক্ষকÑকর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থপ্রাপ্তির দুর্ভোগ লাঘবে উদ্যোগ নিয়েছে সরকার। একথা জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার ৫০০ কোটি টাকার একটি ‘সিড মানি’ দিচ্ছে। একই সঙ্গে এ খাতে থোক বরাদ্দ হিসেবে সরকার ১০০ কোটি টাকা দিচ্ছে। বেসরকারী শিক্ষকদের কল্যাণ ট্রাস্টে সরকার একইভাবে ৫০ কোটি টাকা থোক বরাদ্দ দিচ্ছে। শনিবার রাজধানীর সরকারী টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে এ বছর হজে গমনেচ্ছু বেসরকারী শিক্ষক কর্মচারীদের মধ্যে কল্যাণ ও অবসর সুবিধা চেক প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। শিক্ষা সচিব মোঃ সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক অধ্যাপক এম ওয়াহিদুজ্জামান, কল্যাণ ট্রাস্টের সদস্যসচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু এবং অবসর সুবিধা বোর্ডের সদস্যসচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদী বক্তৃতা করেন।
×