ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পৌরনীতি ও নাগরিকতা

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৩৮, ২২ মে ২০১৬

নবম-দশম শ্রেণির পড়াশোনা

১. পৌরনীতির প্রধান আলোচ্য বিষয় নাগরিকের- ক) অতীত ও বর্তমান খ) স্বাস্থ্য ও শিক্ষা গ) অধিকার ও কর্তব্য ঘ) জাতীয় ও আন্তর্জাতিক বিষয় ২. কোনটি মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে? ক) সংবিধান খ) ধর্মীয় চেতনা গ) মূল্যবোধ ঘ) আইন ৩. যেসব অধিকার রাষ্ট্রের সংবিধানে বর্ণিত থাকে তাকে কী বলে? ক) মানবাধিকার খ) মৌলিক অধিকার গ) নৈতিক অধিকার ঘ) সামাজিক অধিকার ৪. কত সালের আইন অনুযায়ী সংসদ সদস্য পরামর্শকের ভূমিকা পালন করছে? ক) ২০০৭ সালের খ) ২০০৮ সালের গ) ২০০৯ সালের ঘ) ২০১০ সালের ৫. স্থানীয় সরকার ব্যবস্থার গোড়াপত্তন হয় কোন আমলে? ক) সুলতানি আমলে খ) সেন আমলে গ) মুঘল আমলে ঘ) নবাবি আমলে ৬. কোন ধরনের পরিবারে মহিলা প্রাধান্য দেখা যায়? ক) পিতৃতান্ত্রিক পরিবারে খ) মাতৃতান্ত্রিক পরিবারে গ) একপতিœক পরিবারে ঘ) যৌথ পরিবারে ৭. নাগরিক সেবা প্রদানের জন্য স্থানীয় সরকার Ñ র. আয়ের সনদপত্র সত্যায়িত করে রর. জন্ম নিবন্ধন সনদ প্রদান করে ররর. নাগরিক সনদ প্রদান করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৮. কোন দেশের সংবিধান সুপরিবর্তনীয়? ক) বাংলাদেশ খ) যুক্তরাষ্ট্র গ) ব্রিটেন ঘ) পাকিস্তান ৯. মুজিবনগর সরকার কখন গঠিত হয়? ক) ১ এপ্রিল ১৯৭১ খ) ১০ এপ্রিল ১৯৭১ গ) ১৭ এপ্রিল ১৯৭১ ঘ) ১৮ এপ্রিল ১৯৭১ ১০. লাহোর প্রস্তাব কার্যত ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দুটি অঞ্চল নিয়ে কয়টি পৃথক রাষ্ট্র গঠনের চিন্তা করা হয়? ক) একটি খ) দুটি গ) তিনটি ঘ) চারটি ১১. সার্ক প্রতিষ্ঠিত হয় সদস্য রাষ্ট্রগুলোর- র. সহযোগিতার ভিত্তিতে রর. পারস্পরিক বিরোধের ভিত্তিতে ররর. অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১২. হাইকোর্ট বিভাগের কাজ¬Ñ র. নাগরিকের মৌলিক অধিকার রক্ষার জন্য নিষেধাজ্ঞা জারি করা রর.. অধঃস্তন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণ করা ররর. সকল অধঃস্তন আদালতের কার্যবিধি প্রণয়ন ও পরিচালনা করা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৩. বাংলাদেশের একটি অন্যতম রাজনৈতিক দল যেটি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠা লাভ করে। দলটির নাম কী? ক) জাতীয় পার্টি খ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ) বাংলাদেশ আওয়ামী লীগ ঘ) জাতীয় সমাজতান্ত্রিক দল ১৪. আইয়ুব খানÑ কত মাস সামরিক আইন দ্বারা দেশ পরিচালনা করেন? ক) ৪১ মাস খ) ৪২ মাস গ) ৪৩ মাস ঘ) ৪৪ মাস ১৫. বাংলাদেশ সর্বপ্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে? ক) জাতিসংঘ খ) ওআইসি গ) কমনওয়েলথ ঘ) আসিয়ান ১৬. যুদ্ধকে পরিহার করতে হবে কেন? ক) মানব কল্যাণের জন্য খ) অর্থনৈতিক বৈষম্যের জন্য গ) পারস্পরিক বিরোধের জন্যঘ) পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ১৭. আর্ন্তজার্তিক আদালতের বিচারক কতজন? ক) ৮ জন খ) ১০ জন গ) ১২ জন ঘ) ১৫ জন ১৮. কত সালে সংবিধান অষ্টমবারের মতো সংশোধন করা হয়? ক) ১৯৮১ সালে খ) ১৯৮৬ সালে গ) ১৯৮৮ সালে ঘ) ১৯৮০ সালে ১৯. ‘সিভিটাস’ (ঈরারঃধং) শব্দের অর্থ কী? ক) রাষ্ট্র খ) নাগরিক গ) নগররাষ্ট্র ঘ) েেদশ ২০. যে ধরনের মানুষ নগর রাষ্ট্রের নাগরিক হতে পারতো না র. নারী রর. অভিজাত শ্রেণি ররর. দাস নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২১. বাংলাদেশের নাগরিকতা ‘বাঙালি’ থেকে ‘বাংলাদেশি’ করা হয় কততম সংশোধনীর মাধ্যমে? ক) প্রথম সংশোধনী খ) দ্বিতীয় সংশোধনী গ) তৃতীয় সংশোধনী ঘ) পঞ্চম সংশোধনী ২২. বর্তমানে একক পরিবার গঠনের যে প্রবণতা দেখা দিয়েছে, সে প্রেক্ষাপটে বাংলাদেশের পরিবার ব্যবস্থাতেও পরিবর্তন এসেছে। বাংলাদেশে একক পরিবার গঠনের কারণ কী? ক) সময়ের অস্থিরতা, পাশ্চাত্য দেশের প্রভাব, অর্থনৈতিক অসচ্ছলতা খ) একক পরিবার গঠনের ইচ্ছা থেকে গ) আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনের জন্য ঘ) পারিবারিক চাপে পড়ে ২৩. খাজা নাজিমুদ্দীন উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্র ভাষা করার ঘোষণা দেন কখন? ক) ১৯৫২ সালের ২৩ জানুয়ারি খ) ১৯৫২ সালের ২৪ জানুয়ারি গ) ১৯৫২ সালের ২৫ জানুয়ারি ঘ) ১৯৫২ সালের ২৬ জানুয়ারি ২৪. দুষ্পরিবর্তনীয় সংবিধানে কিসের আশঙ্কা থাকে? ক) বিপ্লবের খ) যুদ্ধের গ) শান্তির ঘ) অশান্তির ২৫. সংবিধান প্রণয়ন করার প্রয়োজন হয়Ñ র. জনগণকে শান্ত করার জন্য রর. জনগণের অধিকারকে স্বীকৃতি দেওয়ার জন্য ররর. স্বেচ্ছাচারী শাসক থেকে রাষ্ট্রকে রক্ষা করতে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৬. বহুপতি পরিবারের দৃষ্টান্ত কোন জাতি? ক) গারো উপজাতি খ) জুলু উপজাতি গ) হাজং উপজাতি ঘ) বাহিমা উপজাতি ২৭. প্রাচুর্যের মতে, জনগণের অধিকার এবং শাসক ও শাসিতের সামঞ্জস্য বিধান করতে নাগরিকের করণীয়Ñ ক) সংবিধানকে গুরুত্ব দেওয়া খ) আইনকে গুরুত্ব দেওয়া গ) ধর্মগ্রন্থকে গুরুত্ব দেওয়া ঘ) সরকারকে গুরুত্ব দেওয়া ২৮. জন্মসূত্রে নাগরিকতা অর্জনে কোন নীতিটি অনুসরণ করা হয়? ক) জন্মকাল নীতি খ) জন্মস্থান নীতি গ) জন্মদিন নীতি ঘ) জন্মসাল নীতি ২৯. কোনটি শিশুর শাশ্বত বিদ্যালয়? ক) সমাজ খ) পরিবার গ) রাষ্ট্র ঘ) শিক্ষা প্রতিষ্ঠান ৩০. আইয়ুব সরকার আগরতলা মামলা করে কেন? ক) ৬ দফার সংগ্রামকে ব্যর্থ করে দেওয়ার জন্য খ) ১১ দফার সংগ্রামকে ব্যর্থ করে দেয়ার জন্য গ) ২১ দফার সংগ্রামকে ব্যর্থ করে দেওয়ার জন্য ঘ) স্বাধীনতা সংগ্রামকে ব্যর্থ করে দেওয়ার জন্য ৩১. ভাষা আন্দোলনের শহিদ হিসেবে অধিক যুক্তিযুক্ত নাম হলো- র. সালাম রর. বরকত ররর. জব্বার নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩২. চীনের সংবিধান কোন ধরনের পদ্ধতিতে তৈরি হয়েছে? ক) বিপ্লবের মাধ্যমে খ) ক্রমবিবর্তনের মাধ্যমে গ) অনুমোদনের মাধ্যমে ঘ) আলাপ-আলোচনার মাধ্যমে ৩৩. আইনের শাসনের অভাবে অবশ্যম্ভাবী হয়ে ওঠেÑ র. অবিশ্বাস রর. আন্দোলন ও বিপ্লব ররর. ধনী দরিদ্রের বৈষম্য নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৪. কোন আইনের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়? ক) ফৌজদারি ও দন্ডবিধি খ) প্রশাসনিক গ) সাংবিধানিক ঘ) বেসরকারি ৩৫. সমাজের বৃহত্তম স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করাকে বলেÑ ক) উদারতা খ) দানশীলতা গ) আত্মসংযম ঘ) আত্মত্যাগ ৩৬. বাহিমা উপজাতি কোথায় দেখা যায়? ক) পাকিস্তানে খ) আফ্রিকায় গ) বাংলাদেশে ঘ) নেপালে ৩৭. কমনওয়েলথের প্রধান কে? ক) ব্রিটেনের রাজা খ) রাশিয়ার মন্ত্রী গ) ব্রিটেনের মন্ত্রী ঘ) ব্রিটেনের সচিব ৩৮. বাংলাদেশের শাসনব্যবস্থার সর্বপ্রধান কে? ক) প্রধানমন্ত্রী খ) রাষ্ট্রপতি গ) প্রধান বিচারপতি ঘ) সেনাপ্রধান ৩৯. সংবিধানে দ্বিতীয় সংশোধনী আনা হয় কত সালে? ক) ১৯৭২ সালে খ) ১৯৭৩ সালে গ) ১৯৭৪ সালে ঘ) ১৯৭৫ সালে ৪০. একক পরিবার গঠিত হয়Ñ ক) মা-বাবা ও ভাইবোন খ) চাচা-চাচি ও ভাগনা-ভগিনী গ) দাদা-দাদি ঘ) খালা-খালু ও মামা-মামি সঠিক উত্তর: ১. (গ) ২. (ঘ) ৩. (খ) ৪. (গ) ৫. (গ) ৬. (খ) ৭. (ঘ) ৮. (গ) ৯. (খ) ১০. (খ) ১১. (গ) ১২. (ঘ) ১৩. (খ) ১৪. (ঘ) ১৫. (গ) ১৬. (ক) ১৭. (ঘ) ১৮. (গ) ১৯. (গ) ২০. (গ) ২১. (ঘ) ২২. (ক) ২৩. (ঘ) ২৪. (ক) ২৫. (খ) ২৬. (ঘ) ২৭. (ক) ২৮. (খ) ২৯. (খ) ৩০. (ক) ৩১. (ঘ) ৩২. (ক) ৩৩. (ঘ) ৩৪. (গ) ৩৫. (গ) ৩৬. (খ) ৩৭. (ক) ৩৮. (ক) ৩৯. (খ) ৪০. (ক)
×