ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাংলা প্রথম পত্র

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৩৭, ২২ মে ২০১৬

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

১.মিরপুর সেনানিবাসের প্রবেশদ্বারে কোন জাদুঘর প্রতিষ্ঠিত হয়? ক) বিজ্ঞান জাদুঘর খ) ঢাকা নগর জাদুঘর গ) সামরিক জাদুঘর ঘ) বরেন্দ্র জাদুঘর ২. ‘এটি দম্ভ নয়, অহঙ্কার নয়’- ‘আমার পথ’ প্রবন্ধানুসারে যেটি দম্ভ নয়, অহঙ্কার নয়- র. ভুল স্বীকার রর. নিজের সত্যের গৌরব ররর. নিজেকে চেনা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর ৩. ‘অসুখ হয়েছে, তাও দেখতে আস না’- এ বাক্যটিতে কী ফুটে উঠেছে? ক) লেখকের প্রতি বুড়ির অভিযোগ খ) অসুস্থ বুড়িকে লেখকের দেখতে না আসার কথা গ) বুড়ির অসহায় অবস্থায় দুঃখবোধ ঘ) মা-পিসিমার অনুযোগ ৪. ১৯৫৩ সালে আনিসুজ্জামান কোন কলেজ থেকে আইএ পাস করেন? ক) ঢাকা কলেজ খ) জগন্নাথ কলেজ গ) কলকাতা কলেজ ঘ) মিরপুর বাংলা কলেজ ৫. জেলমুক্তির কত দিন পর বঙ্গবন্ধুর বাড়িতে ফিরেছিলেন? ক) ৩ দিন খ) ৪ দিন গ) ৫ দিন ঘ) ৬ দিন ৬. গারো সম্প্রদায়ের সঙ্গে কোন সম্প্রদায়ের সাদৃশ্য প্রতীয়মান? ক) বাঙালী খ) পার্সি গ) ইহুদি ঘ) সাঁওতাল ৭. ‘দুধে ভাতে উৎপাত’ গল্পগ্রন্থের রচয়িতা কে? ক) শওকত ওসমান খ) আখতারুজ্জামান ইলিয়াস গ) কাজী নজরুল ইসলাম ঘ) হাসান আজিজুল হক ৮. ‘...রাখো রাখো। খপর আছে শুনে যাও’- উক্তিটি কার? ক) বৃদ্ধ লোকটির খ) জগুর গ) কানাইয়ের ঘ) কৈলেশের ৯. ‘তিনি থাকতি অভাব ছেলো না কোন জিনিসের।’- এখানে ‘তিনি’ বলতে কাকে নির্দেশ করা হয়েছে। ক) শ্বশুর খ) ভাশুর গ) স্বামী ঘ) দেবর ১০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতে কোন মৃত্যুতে শান্তি আছে? ক) নীরব সাধনায় খ) অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে গ) সংগ্রামশীলতায় ঘ) স্বাধীনতাযুদ্ধে ১১. রোকেয়া সাখাওয়াত হোসেন কোন জেলায় জন্মগ্রহণ করেন? ক) রংপুর খ) দিনাজপুর গ) পঞ্চগড় ঘ) রাজশাহী ১২. মধুসূদন দত্ত রচিত প্রথম গ্রন্থ ‘ঈধঢ়ঃরাব খধফরব’ কত সালে প্রকাশিত হয়? ক) ১৯৩৪ খ) ১৯৪৪ গ) ১৯৩৯ ঘ) ১৯৪৯ ১৩. আমার এই যাত্রা হলো শুরু- এখানে প্রাবন্ধিক কোন পথে যাত্রার কথা বলেছেন? ক) সত্য খ) সংগ্রাম গ) মুক্তি ঘ) স্বাধীনতা ১৪. শামসুর রাহমানের পৈতৃক নিবাস কোথায়? ক) নরসিংদী খ) নারায়ণগঞ্জ গ) গাজীপুর ঘ) মিরপুর ১৫. সুকান্তের কবিতায় কোন বিষয়টি বিশেষভাবে ফুটে উঠেছে- ক) স্বাধীনতার জায়গান খ) তারুণ্যের জয়গান গ) প্রেমের জয়গান ঘ) পরাধীনতার জয়গান ১৬. নোয়াখালী অঞ্চলে শস্যের চেয়ে কী বেশি? ক) আগাছা খ) টুপি গ) হুজুর ঘ) পীর ১৭. নিচের কোনটি শব্দটি সমার্থক নয়? ক) চমৎকার খ) ভেলকি গ) মনোহর ঘ) কৌতূহলোদ্দীপক ১৮. ‘সিরাজউদ্দৌলা’ নাটকে যে বাগধারাটির ব্যবহার হয়নি- র. যত বড় মুখ নয় তত বড় কথা রর. নাকে-কানে খত দেয়া ররর. পুকুর চুরি নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) রর ঘ) ররর ১৯. রেইনকোট পরে নুরুল হুদা কেমন করে হাঁটে? ক) বীরদর্পে খ) হনহন করে গ) ধীরে ধীরে ঘ) জনগণকে ভয় দেখিয়ে ২০. ‘তীব্র’ শব্দটির সঠিক উচ্চারণ হিসেবে কোনটি সমর্থনযোগ্য? ক) তীব্ব্রো খ) তিব্ব্রো গ) তীরব্রো ঘ) তিরব্রো ২১. বুড়িকে কে মা বলে ডাকে? ক) লেখক খ) নাতজামাইয়ের মেয়ে গ) হাজরা ব্যাটার বউ ঘ) পরশু সর্দারের বউ ২২. কবি কী কুড়িয়ে আনেন? ক) চিত্রময়ী বাণী খ) ভিক্ষালব্ধধন গ) আনন্দের ভোগ ঘ) গানের পসরা সঠিক উত্তর ১. (গ) ২. (গ) ৩. (ঘ) ৪. (খ) ৫. (গ) ৬. (ঘ) ৭. (খ) ৮. (ঘ) ৯. (গ) ১০. (খ) ১১. (ক) ১২. (ঘ) ১৩. (ক) ১৪. (ক) ১৫. (খ) ১৬. (খ) ১৭. (খ) ১৮. (খ) ১৯. (খ) ২০. (খ) ২১. (গ) ২২. (ক)
×