ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দিল্লীতে বিদেশীকে পাথর ও ইট মেরে হত্যা

প্রকাশিত: ০৬:৩৬, ২২ মে ২০১৬

দিল্লীতে বিদেশীকে পাথর ও ইট মেরে হত্যা

ভারতের রাজধানী দিল্লীতে বসন্তকুঞ্জ এলাকায় কঙ্গো প্রজাতন্ত্রের ২৩ বছর বয়সী এক নাগরিককে পাথর ও ইট মেরে হত্যা করা হয়েছে। শনিবার পুলিশ জানায়, এমটিওলিভা নামের ওই বিদেশী নাগরিক শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বাড়ি ফেরার সময় কিশনগদ নামক স্থানে তিন ব্যক্তির সঙ্গে বাগ্বিত-ায় জড়িয়ে পড়েন। অটোরিক্সা ভাড়া করা নিয়ে বাগ্বিত-ার একপর্যায়ে ওই তিন ব্যক্তি ওলিভার ওপর হামলে পড়ে। তাদের হাত থেকে বাঁচতে ওলিভা দৌড়ে ২০ মিটার দূরে যেতেই তারা তাকে ধরে ফেলে এবং পাথর ও ইট দিয়ে তাকে পেটায়। স্থানীয়রা ওলিভাকে উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়। হাসপাতালে নেয়া হলে সেখানেই তিনি মারা যান। পুলিশের উর্ধতন কর্মকর্তা নূপুর বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করতে আমরা সিসি টিভির ফুটেজ খতিয়ে দেখছি। ওলিভা একটি বেসরকারী প্রতিষ্ঠানে বিদেশী ভাষার ওপর পড়াশোনা করতেন এবং দক্ষিণ দিল্লীতে থাকতেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজন স্থানীয় বাসিন্দাকে আটক করা হয়েছে। -এনডিটিভি ইনস্টাগ্রামের ‘রাপুনজেল’! রাশিয়ার দাশিক গুবানোভা গত ১৩ বছর ধরে তার চুল বড় করে চলেছে। সম্প্রতি ইনস্টাগ্রামে তার এই লম্বা চুল নিয়ে সেলফি পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়। ২০০৩ থেকে তিনি তার চুল বড় করতে শুরু করেন। তারপর থেকে একবারও, চুল কাটেননি। ইনস্টাগ্রামে তার পরিচয়ও ‘রিয়েল রাপুনজেল হিসেবে। -মেট্রো ফের নিলামে হিটলার! জার্মানির সাবেক চ্যান্সেলর ও একনায়ক এ্যাডলফ হিটলার জ্বালাময়ী ভাষণ দেয়ার জন্য বিখ্যাত ছিলেন। বক্তৃতা দেয়ার আগে নিয়মিত অনুশীলনও করতেন তিনি। বক্তব্য রাখার সময় তার শরীরী ভাষা ও মুখভঙ্গি কেমন হচ্ছে, সেটা বুঝতে ব্যক্তিগত চিত্রগ্রাহক রেখেছিলেন তিনি। তবে তিনি কখনই চাননি, তার অনুশীলনের ছবি প্রকাশ্যে আসুক। এবার ফাঁস হয়ে গেল সেই ছবি। ৯০ বছর আগের বক্তৃতার অনুশীলনের ছবি খুঁজে পেয়েছে লন্ডনের একটি নিলাম সংস্থা। -আজকাল
×