ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দক্ষিণ চীন সাগরে ভারতীয় জাহাজে বেজিংয়ের আপত্তি

প্রকাশিত: ০৬:৩৪, ২২ মে ২০১৬

দক্ষিণ চীন সাগরে ভারতীয় জাহাজে বেজিংয়ের আপত্তি

চীনে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সফরের আগে দক্ষিণ চীন সাগরে ভারতীয় নৌবাহিনীর জাহাজের উপস্থিতির বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছে বেজিং। আর এর মাধ্যমে চীন দক্ষিণ চীন সাগরে তার কর্তৃত্বে পুরনো দাবি জানান দিল। আগামী ২৪ মে থেকে শুরু হচ্ছে রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর চার দিনব্যাপী চীন সফর। বেজিং দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণ ও সামরিক উপস্থিতির মাধ্যমে ২০০৯ সাল থেকে এ অঞ্চলে তার কর্তৃত্ব বাড়িয়েছে। যুক্তিরাষ্ট্র ও জাপানের সঙ্গে মহড়ায় অংশ নিতে নৌবাহিনীর চারটি জাহাজ মালাবারের উদ্দেশে যাত্রা করার এক দিন পর বৃহস্পতিবার রাতে দিল্লীতে চীনের এক উর্ধতন কর্মকর্তা বলেন, দক্ষিণ চীন সাগরে নৌমহড়ায় ভারতীয় নৌবাহিনীর জাহাজের অংশগ্রহণ ‘উদ্বেগের বিষয়’। নাম না জানানোর শর্তে চীনের এই কর্মকর্তা অভিযোগ করেন, পশ্চিমা দেশগুলো ঔপনিবেশিক যুগের ‘ভাগ কর ও শাসন কর’ কৌশল প্রয়োগ করছে। তিনি সাংবাদিকদের বলেন, দক্ষিণ চীন সাগরে যখন কোন সমস্যা হয় তখন ভারত উদ্বিগ্ন হয়। আর যখন ভারতীয় জাহাজ দক্ষিণ চীন সাগরে নৌমহড়ায় অংশ নেয় তখন চীন উদ্বেগ প্রকাশ করবেই। চীনে ভারতের রাষ্ট্রপতির সফরের আগে এমন মন্তব্য করা হলো। সফরে প্রণব মুখার্জী রাজনৈতিক, আঞ্চলিক ও কৌশলগত গুরুত্বপূর্ণ ইস্যুগুলো তুলবেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারকে নিষিদ্ধ করতে জাতিসংঘে ভারতের দাবিতে চীনের বাধাদানের চেষ্টা এবং পারমাণবিক উপাদান সরবরাহকারী গ্রুপে ভারতের অন্তর্ভুক্তির বিষয়টিও উত্থাপন করা হবে। পাকিস্তানের ইচ্ছায় উভয় ইস্যুতেই চীন ভারতবিরোধী ভূমিকা রেখেছে। বাণিজ্য ও বিনিয়োগ প্রত্যাশায় আগামী ২৪ মে চীনের সবচেয়ে সমৃদ্ধ অঞ্চলগুলোর একটি গুয়াংজুতে সফর করার কথা রয়েছে প্রণব মুখার্জীর। তিনি ২৫ ও ২৭ মে দু’দিন রাজনৈতিক বিষয়ে আলোচনার জন্য বেজিংয়ে অবস্থান করবেন এবং পিকিং ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় যোগ দেবেন। চীনা নেতৃবৃন্দ প্রণব মুখার্জীর সফর উপলক্ষে বেশ কয়েকটি আনুষ্ঠানিক ভোজপর্ব ও বৈঠকের পরিকল্পনা করেছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
×