ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিদ্যুত ছাড়াই চলবে ফ্রিজ!

প্রকাশিত: ০৬:০২, ২২ মে ২০১৬

বিদ্যুত ছাড়াই চলবে ফ্রিজ!

আম-কাঁঠাল পাকার এই জ্যৈষ্ঠ মাসে এক গ্লাস ঠা-া পানি আপনাকে দিতে পারে চরম প্রশান্তি। কিন্তু যে হারে বিদ্যুত আসা-যাওয়া করে তাতে ঠা-া পানি পাওয়া কঠিন ব্যাপার। কিন্তু এমন ফ্রিজ যদি থাকে যেটি বিদ্যুত ছাড়াই চলে? আর আপনাকে দেবে যখন তখন ঠা-া পানি, শাক-সবজি, ফল-মূল ইত্যাদি টাটকা রাখার নিশ্চয়তা। তাহলে জীবন আরও একটু সহজ হবে, তাই না?। হ্যাঁ, এই ধরনের ফ্রিজ এখন স্বপ্ন নয়, বাস্তব। নেদারল্যান্ডসের একদল বিজ্ঞানী এই ফ্রিজ তৈরি করেছেন। আর সুবিধা হলো এই ফ্রিজ রাখতে আলাদা কোন জায়গার দরকার হবে না। এটিকে অনায়াসে আপনার ঘরের ফ্লোরের নিচে রাখা যাবে। এই ফ্রিজটিতে আপনি নিজেই প্রবেশ করতে পারবেন। এটির নাম দেয়া হয়েছে গ্রাউন্ডফ্রিজ। এতে ব্যবহার করা হয়েছে খাদ্যদ্রব্য এবং পানি ঠা-া রাখার প্রাচীন পদ্ধতি। ফ্রিজটি বসাতে হবে ঘরের ফ্লোর থেকে তিন ফুট নিচে। এতে সারাবছর ১০ ডিগ্রী তাপমাত্রা থাকবে। ফল-মূল এবং শাক-সবজি সাধারণ ফ্রিজের মতোই টাটকা থাকবে। সাধারণ ফ্রিজে নিজে প্রবেশ করার কোন সুবিধা থাকে না। তবে এই ফ্রিজের ভেতর আপনি নিজেই প্রবেশ করতে পারবেন। ভেতরে প্রবেশ করার জন্য এতে রাখা হয়েছে সিঁড়ি। ২০১৭ সাল থেকে এক মার্কিন কোম্পানি এই ফ্রিজ বিক্রি শুরু করবে। তবে কত দাম রাখা হবে তা আপাতত বলা হয়নি।-ওয়েবসাইট অবলম্বনে।
×