ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংখ্যালঘুদের ওপর হামলায় যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগ

প্রকাশিত: ০৮:৪৪, ২১ মে ২০১৬

সংখ্যালঘুদের ওপর হামলায় যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগ

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কারবি বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে এক প্রেস ব্রিফিংয়ে এ উদ্বেগ প্রকাশ করেছেন। খবর ওয়েবসাইটের। কারবি বলেন, এ ধরনের সহিংসতায় তারা (সংখ্যালঘু) খুবই বিপদের মধ্যে রয়েছে। সহিংসতার জন্য আমরা খুবই উদ্বিগ্ন। এর জন্য আমরা খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছি। হিন্দু, খ্রিস্টান এবং সমকামী, উভগামী, লিঙ্গ পরিবর্তনকারী ও অন্যদের বিরুদ্ধে হামলা বন্ধে বাংলাদেশ কী ধরনের সহযোগিতা চাইছে অথবা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে কী পদক্ষেপ নেয়া হচ্ছে? এমন প্রশ্নের জবাবে কিরবি এসব কথা বলেন। তিনি বলেন, দেখে মনে হচ্ছে, এ হামলাগুলো কোন একটি ছোট সন্ত্রাসী গোষ্ঠী ঘটাচ্ছে, যারা স্বাধীন চিন্তা দমন করতে চায়। যেসব ব্যক্তি তাদের মতের বিরোধিতা করে, তাদের ওপরই তারা নৃশংস হামলা চালাচ্ছে।
×