ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আবাহনীর কষ্টার্জিত জয়, ওয়ান্ডারার্স-এ্যাজাক্স ড্র

প্রকাশিত: ০৬:০৭, ২১ মে ২০১৬

আবাহনীর কষ্টার্জিত জয়, ওয়ান্ডারার্স-এ্যাজাক্স ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ গ্রীন ডেল্টা হকি প্রিমিয়ার লীগে নিজেদের প্রথম দুই ম্যাচে অনায়াসে জিতলেও তৃতীয় ম্যাচে অনেক ঘাম ঝরিয়ে জিততে হয়েছে ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ খ্যাত ঢাকা আবাহনী লিমিটেডকে। শুক্রবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আবাহনী ৩-১ গোলে হারায় বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে (বিএসসি)। হারলেও ম্যাচের প্রথমার্ধ পর্যন্ত বিজিত দল ১-০ গোলে এগিয়ে ছিল। ফলে আবাহনীকে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত জয়ের জন্য কঠিন সংগ্রাম ও টেনশন করতে হয়েছে। ম্যাচ শেষে আবাহনীর কোচিং ডিরেক্টর মাহবুব হারুন বলেন, ‘একটু টেনশনে ছিলাম। আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় তৌসিক আরশাদের মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় সারারাত কান্নাকাটি করে। সকালে আমরা ব্যবস্থা করে তাকে পাকিস্তান পাঠিয়ে দেই। তাছাড়া বিকেএসপির কাজে মশিউর রহমান বিপ্লব ব্যস্ত থাকায় তাকেও পাইনি। একজন ফরোয়ার্ড ও একজন ডিফেন্ডারের অনুপস্থিতিতে দলে একটু চাপ তো থাকবেই।’ আবাহনী গত দুই ম্যাচে ১৪-০ গোলে রেলওয়েকে এবং ১০-৩ গোলে ওয়ারীকে হারিয়েছিল। শুক্রবার ম্যাচের ৩২ মিনিটে শাহবাজের গোলে এগিয়ে যায় বিএসসি। দ্বিতীয়ার্ধের ৪৩, ৫৮ ও ৬১ মিনিটে আবাহনীর রাজীব দাস, শেখ মোঃ নান্নু ও ইরফান গোল করে দলকে তৃতীয় জয় এনে দেন। আবাহনী ৮টি পিসি পেয়েও কাজে লাগাতে পারেনি। অপরদিকে বিএসসি তিনটি পিসি থেকে একটি গোল আদায় করে নেয়। একইদিনে অনুষ্ঠিত অপর ম্যাচে ২-২ গোলে নাটকীয় ড্র করে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও এাজাক্স স্পোর্টিং ক্লাব। প্রথমার্ধে ওয়ান্ডারার্স ২ গোলে এগিয়ে থাকলেও ম্যাচের শেষ দিকে এ্যাজাক্স ২ গোল করে সমতায় ফিরে পয়েন্ট ভাগ করে নেয়। লীগে এটি প্রথম ড্র।
×