ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইরান সফরে যাচ্ছেন মোদি ও আশরাফ গনি

প্রকাশিত: ০৫:৫২, ২১ মে ২০১৬

ইরান সফরে যাচ্ছেন মোদি ও  আশরাফ গনি

ইরানের দক্ষিণাঞ্চলীয় চবাহার বন্দর উন্নয়নের বিষয়ে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হবে। এজন্য এ সপ্তাহে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইরান সফরে যাবেন। খবর হিন্দুস্তান টাইমস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তেহরান যাবেন রবিবার। কাবুলে ইরানী দূতাবাস জানিয়েছে গনির তেহরান সফরের তারিখ এখনও ঠিক হয়নি। তবে তিনি মোদির সঙ্গে এমওইউ স্বাক্ষরের সময় উপস্থিত থাকবেন। এ বন্দরের উন্নয়ন হলে পাকিস্তানের সীমানা পার হওয়া ছাড়াই ভারতীয় পণ্য আফগানিস্তানে যেতে পারবে। ২০১৪ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানে ক্ষমতার পালাবদলের পর এটি হবে গনির দ্বিতীয় দফা ইরান সফর। তিনি গত এপ্রিলে প্রথমবার ইরান সফর করেন। আর নরেন্দ্র মোদি এই প্রথম ইরান সফরে যাচ্ছেন। ২০০৩ সালে ইরান ও ভারত যৌথভাবে চবাহার বন্দর উন্নয়নের জন্য চুক্তি করেছিল। কিন্তু ইরানের পরমাণু কর্মসূচীকে কেন্দ্র করে তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর সে চুক্তি স্থগিত করা হয়।
×