ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চারঘাটে ৪৪ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ

প্রকাশিত: ০৪:১২, ২১ মে ২০১৬

চারঘাটে ৪৪ ভোট  কেন্দ্র ঝুঁকিপূর্ণ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পঞ্চম ধাপে ২৮ মে রাজশাহীর চারঘাট উপজেলার ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা নির্বাচন কমিশন। নির্বাচন ঘিরে নেয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা। ৫৪ ভোটকেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৪৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানায়, ঝুঁকিপূর্ণ এসব ভোটকেন্দ্র ঘিরে নেয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ নিবারণ চন্দ্র বর্মণ জানান, প্রতিটি ভোটকেন্দ্রেই তারা বিশেষ নিরাপত্তা দেবেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোয় থাকবে বাড়তি দৃষ্টি। এছাড়া তল্লাশি, টহল ও গোয়েন্দা তৎপরতাও থাকবে। থাকবে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য। শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছে। ভোটের মাঠে সব মিলিয়ে রয়েছে ২২ চেয়ারম্যান প্রার্থী। আওয়ামী লীগ-বিএনপি ছাড়াও দুই দলের বিদ্রোহী প্রার্থী রয়েছে। রয়েছে স্বতন্ত্র ও জামায়াতের প্রার্থীরাও।
×