ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৩:৫৮, ২১ মে ২০১৬

নবম-দশম শ্রেণির পড়াশোনা

১. নিরূপমা কোন মাসের হিসেবের সময় সমস্ত রাত মাথার দরজা খোলা রাখে? ক) কার্তিক খ) অগ্রহায়ণ গ) পৌষ ঘ) মাঘ ২. ‘দেনাপাওনা’ গল্পের নায়িকার নাম কী? ক) পার্বতী খ) লক্ষ্মী গ) অনুপমা ঘ) নিরূপমা ৩. ‘শরীরের প্রতি সে অত্যন্ত অবহেলা করিত’ - কে? ক) রামসুন্দর খ) হরমোহন গ) নিরূপমা ঘ) রায় বাহাদুর ৪. সর্বজয়ার ছেরের নেই- ক) কাপড় খ) খেলনা গ) বই ঘ) হাতঘড়ি ৫. হরিহর কোথায় তাগাদা করতে গিয়েছিল? ক) বিষ্ণুপুরে খ) দশঘরায় গ) শিবগঞ্জে ঘ) কেতুপুরে ৬. ‘নিমগাছ’ গল্পের মূল বিষয়বস্তু ফুটে উঠেছে- ক) নিরহঙ্কার খ) গাছের অবদান গ) আত্মত্যাগ ও উপেক্ষা ঘ) প্রয়োজনীয়তা ৭. ‘অব্যর্থ’ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত? ক) সন্ধি খ) সমাস গ) উপসর্গ ঘ) প্রত্যয় ৮. কাঙালি খেলাধুলার সাধ কীভাবে মিটাত? ক) মাঠে খ) পিতৃক্রোড়ে গ) মাতৃক্রোড়ে ঘ) সঙ্গীদের সঙ্গে ৯. নতুন লোক মুগ্ধদৃষ্টিতে চেয়ে থেকে চলে গেল যে কারণে- র. কিছু করার ছিল না রর. নিমগাছের মালিকের তাড়া খেয়েছে ররর. কাজ আছে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর ১০. ‘তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত’- কার? ক) অপুর খ) দুর্গার গ) হরিহরের ঘ) সর্বজয়ার ১১. এক সময় কারা নববর্ষের উৎসবে সোৎসাহে যোগ দিত? ক) খ্রীস্টানরা খ) হিন্দুরা গ) মুসলিমরা ঘ) বাংলার সব মানুষ ১২. কাজী নজরুল ইসলামের রচিত গানের বিখ্যাত সংকলনটি হচ্ছে- ক) মরুভাস্কর খ) লাঙল গ) ধূমকেতু ঘ) বুলবুল ১৩. কোন সাহিত্যিকের সময় থেকে শুরু“করে অদ্যবধি তার প্রবহমানতা কখনও বাধাপ্রাপ্ত হয়নি? ক) রাজা রামমোহন রায় খ) রবীন্দ্রনাথ ঠাকুর গ) কাজী নজরুল ইসলাম ঘ) রণেশ দাশগুপ্ত ১৪. ‘অপু কলের পুতুলের মতো লক্ষ্মীর চুপড়ির কড়িগুলো তাড়াতাড়ি লুকাইয়া ফেলিল’ এ বাক্যে ব্যবহৃত হয়েছে - র. উপমা রর. উৎপ্রেক্ষা ররর. শেষ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১৫. মৌ বাইরে থেকে এসে মা-বাবার সামনে দিয়ে যেতে ভয় পায়। ‘আম আঁটির ভেঁপু’ গল্পের দুর্গার ক্ষেত্রে একই ঘটনা ঘটে। তাদের উভয়ের চরিত্রে রয়েছে- র. অপরাধবোধ রর. কাপরুষতা ররর. সাহসের অভাব নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৬. ‘তুই অতগুলো খাবি দিদি?’ এ উক্তির মধ্য দিয়ে অপু কী বোঝাতে চেয়েছে? ক) দুর্গা অনেক বেশি খাচ্ছে খ) দুর্গা তাকে কম দিয়েছে গ) অপুর মনে খাবার ইচ্ছা তীব্র ঘ) অপু নিজেকে বঞ্চিত ভেবেছে ১৭. ‘সরোদনে’ শব্দের অর্থ কী? ক) রোদের সঙ্গে খ) হেসে হেসে গ) কেঁদে কেঁদে ঘ) রাগের সঙ্গে ১৮. মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবে কোনটি আসে? ক) সামাজিকতা খ) জ্ঞান পরিবেশন গ) ক্ষুৎপিপাসা ঘ) অর্থ পরিবেশন ১৯. মমতাদি গুটানো বিছানা থেকে কী বের করল? ক) লেপ ও কাঁথা খ) লেপ ও বালিশ গ) বালিশ ও কাঁথা ঘ) মাদুর ও বালিশ ২০. ব্যবসায়ীরা পয়লা বৈশাখ উপলক্ষে- র. ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে রর. প্রদর্শনী ও মেলার আসর বসায় ররর. হালখাতা ও মিষ্টি বিতরণ করে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর ২১. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস? ক) চিত্রা খ) বলাকা গ) সোনার তরী ঘ) শেষের কবিতা ২২. ‘সে বলল, মনে হচ্ছে পাতালে চলেছ, না?’- এ চিত্রকল্পে কী ফুটে উঠেছে? ক) রোমাঞ্চকর পথ চলা খ) ভীতিকর পাতাল অভিযান গ) লেখকের গল্প বলার মুন্সিয়ানা ঘ) জীবনময়গলির ঘিঞ্জি পরিবেশ ২৩. বহুলোক কেন জমায়েত হন? ক) যুদ্ধে যাবার প্রস্ততি নিতে খ) রসুলুল্লাহর পীড়ার খবর শুনে গ) রসুলুল্লাহর নিমন্ত্রণ পেয়ে ঘ) রসুলুল্লাহর বক্তৃতা শুনতে ২৪. মতিউর রহমানের শ্বশুর কোথায় থাকেন? ক) বনানীতে খ) গুলশানে গ) বারিধারায় ঘ) উত্তরায় ২৫. ‘তিনি দীর্ঘ নন, খর্ব নন, কৃশ নন’ - এ তিনি কে? ক) হযরত হাসান (রা.) খ) হযরত হোসেন (রা.) গ) হযরত মুহম্মদ (স.) ঘ) হযরত ওমর (রা.) ২৬. বাংলাদেশের যে কোন ধর্মাবলম্বীর শ্রেষ্ঠ উৎসব হলো- ক) বাংলা নববর্ষ খ) ইংরেজী নববর্ষ গ) বিজয় উৎসব ঘ) দুর্গোৎসব ২৭. কোথায় নিমগাছটি দাঁড়িয়ে রইল? ক) বাড়ির পেছনে খ) বাড়ির সামনে গ) বাড়ির পার্শ্বে ঘ) বাড়ির মধ্যে ২৮. জীবনানন্দ দাশ গ্রামবাংলার প্রকৃতিকে তাঁর কবিতায় অসাধারণভাবে তুলে ধরেছেন। একই প্রবণতা রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথাসাহিত্যে। তাঁদের উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য- র. প্রকৃতিপ্রেম রর. দেশপ্রেম ররর. নিসর্গপ্রেম নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৯. সাধারণ শুষ্ক মাংস কার নিত্যদিনের আহার্য ছিল? ক) হযরত মুহম্মদ (স.) এর খ) হযরত মুহম্মদ (স.) এর পিতার গ) হযরত মুহম্মদ (স.) এর মাতার ঘ) বিবি আয়েশার ৩০. ‘গরাদে’ শব্দের অর্থ কী? ক) জানালার সিক খ) দরজার সিক গ) চালের বাঁশ ঘ) বেড়ার বাঁশ ৩১. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন স্কুল থেকে মেট্রিক পাস করেন? ক) দশগ্রাম স্কুল খ) বনগ্রাম স্কুল গ) পঞ্চগ্রাম স্কুল ঘ) দেবীগ্রাম স্কুল ৩২. জাহানারা ইমাম বাঙালী জাতির কাছে পরিচিত- ক) শিক্ষক হিসেবে খ) কবি হিসেবে গ) শিল্পী হিসেবে ঘ) শহিদ জননী হিসেবে ৩৩. নিচের কোনটি ইতিহাস আশ্রিত উপন্যাস নয়? ক) মাধবী বন্ধন খ) রাজপুত জীবন সন্ধ্যা গ) মহারাষ্ট্র জীবনপ্রভাত ঘ) প্রতিভার খেলা নজরুল ৩৪. মানব জীবনের উন্নয়ন সম্ভব কীভাবে? ক) কেবল প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি পেলে খ) সুশৃঙ্খল সমাজব্যবস্থা নিশ্চিত করলে গ) অন্নবস্ত্রের সমাধান ও মনুষ্যত্বের স্বাদ পেলে ঘ) ছোট জিনিসের মোহে বড় জিনিস না হারালে ৩৫. মানুষের অন্তর্নিহিত শক্তি ও সম্ভাবনা জাগ্রত হয় কীসের মাধ্যমে? ক) শিক্ষা খ) মনুষ্যত্ব গ) বিবেক ঘ) আত্মপ্রকাশ ৩৬. নিরূপমার মৃত্যুর জন্য দায়ী- ক) শ্বশুরবাড়ির নির্যাতন খ) স্বামীর নিষ্ক্রিয়তা গ) যৌতুকের নিষ্ঠুরতা ঘ) তৎকালীন সমাজব্যবস্থা ৩৭. তুহিন শিহাবকে বলল, ‘আমরা সাহসী বীর বাঙালী’। তুহিনের এ বক্তব্যের সঙ্গে রোকেয়া সাখাওয়াত হোসেনর বক্তব্যের বিরোধিতা হলো, তিনি বাঙালীকে বলেছেন- ক) ভীতু, কাপুরুষ খ) দুর্বল, নিরীহ গ) অলস, কুঁড়ে ঘ) অসভ্য, বর্বর ৩৮. হুমায়ুন আজাদ আগস্ট মাসের কত তারিখে মৃত্যুবরণ করেন? ক) ১২ খ) ১৪ গ) ১৫ ঘ) ১৭ ৩৯. মদিনায় হিজরতের পথে হযরত মুহম্মদ কার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন? ক) আবু হানিফা খ) আবু মা’বদ গ) আবু না’দ ঘ) আবু শা’মাদ ৪০. নিরূপমার গুরুতর পীড়ার জন্য প্রকৃতপক্ষে দায়ী হলো- ক) নিরূপমা নিজে খ) নিরূপমার শাশুড়ি গ) নিরূপমার শ্বশুর ঘ) একপ্রকার ভাইরাস ৪১. কাঙালির মা কাঙালিকে কাজে না পাঠিয়ে কী শোনালেন? ক) ছড়া খ) নীতিবাক্য গ) রূপকথা ঘ) জীবন কাহিনী ৪২. ‘অভাগীর স্বর্গ’ গল্পের উঁচু জাতের মানুষদের বৈশিষ্ট্য হলো- র. অহঙ্কারী রর. নিষ্ঠুর ররর. উদার নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৩. ঈশ্বর নাপিত কাঙালির মায়ের হাত দেখে কী করল? ক) মুখ গম্ভীর করল খ) হেসে ফেলল গ) খুশির খবর দিল ঘ) টাকা চাইল ৪৪. নিচের কোন উপন্যাসটি লিখে মানিক বন্দ্যোপাধ্যায় কথাসাহিত্যের সিংহাসনে আরোহণ করেন? ক) সহরতলী খ) অহিংস গ) চতুষ্কোণ ঘ) পুতুলনাচের ইতিকথা ৪৫. রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস হলো- র. ঘরে বাইরে, শেষের কবিতা রর. গোরা, নৌকাডুবি ররর. রাজা, ডাকঘর নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৬. ‘অনাড়ম্বর’ শব্দের অর্থ কী? ক) অগোছালো খ) জাঁকজমকহীন গ) সৌন্দর্যহীন ঘ) অস্বাভাবিক ৪৭. ‘একাত্তরের দিনগুলো’ স্মৃতিচারণমূলক রচনায় লেখিকা কোন নেশার কথা বলেছেন? ক) লেখালেখির নেশা খ) সিনেমা দেখার নেশা গ) বাগান করার নেশা ঘ) গান করা ৪৮. ‘নিরীহ বাঙালী’ প্রবন্ধে ইংরেজ ললনাদের নির্লজ্জ পরিচ্ছদের কথা বলতে গিয়ে লেখিকা কোন পোশাকের নাম উল্লেখ করেছেন? ক) প্যান্ট-শার্ট খ) শেমিজ-জ্যাকেট গ) স্কার্ট-শার্ট ঘ) গেঞ্জি-লেহেঙ্গা * উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও : দুর্গম পথ পাড়ি দিয়ে যারা দুর্জয় করে জয় তাহাদের পরিচয় লিখে রাখে মহাকাল, সব যুগে যুগে সব কালে টীকা ভাস্বরে শোভে ভাল। ৪৯. নিরূপমা কোন মাসের হিসের সময় সমস্ত রাত মাথার দরজা খোলা রাখে? ক) আমার সন্তান খ) জীবন সঙ্গীত গ) অন্ধবধূ ঘ) কপোতাক্ষ নদ ৫০. ‘দেনাপাওনা’ গল্পের নায়িকার নাম কী? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : ১. (ক) ২. (ঘ) ৩. (গ) ৪. (ক) ৫. (খ) ৬. (গ) ৭. (গ) ৮. (গ) ৯. (ক) ১০. (খ) ১১. (ঘ) ১২. (ঘ) ১৩. (ক) ১৪. (ক) ১৫. (গ) ১৬. (খ) ১৭. (গ) ১৮. (খ) ১৯. (গ) ২০. (গ) ২১. (ঘ) ২২. (ঘ) ২৩. (খ) ২৪. (খ) ২৫. (গ) ২৬. (ক) ২৭. (ক) ২৮. (ঘ) ২৯. (গ) ৩০. (ক) ৩১. (খ) ৩২. (ঘ) ৩৩. (ঘ) ৩৪. (গ) ৩৫. (ক) ৩৬. (গ) ৩৭. (খ) ৩৮. (ক) ৩৯. (খ) ৪০. (ক) ৪১. (গ) ৪২. (ঘ) ৪৩. (ক) ৪৪. (ঘ) ৪৫. (ক) ৪৬. (খ) ৪৭. (গ) ৪৮. (খ) ৪৯. (ক) ৫০. (ঘ)
×