ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অসামাজিক কার্যকালাপ ॥ ১৮ জন নারী-পুরুষ আটক

প্রকাশিত: ১৮:৪৩, ২০ মে ২০১৬

অসামাজিক কার্যকালাপ ॥ ১৮ জন নারী-পুরুষ আটক

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ অসামাজিক কার্যকালাপে লিপ্ত থাকার অভিযোগে সাভারে একটি বাংলো বাড়িতে অভিযান চালিয়ে ১৮ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে সাভার মডেল থানাধীন তুরাগ মধুমতি মডেল টাউনের রাজমহল রিসোর্স সেন্টার থেকে তাদের আটক করা হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অসামাজিক কার্যকালাপে লিপ্ত থাকার অভিযোগে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় রাজমহল রিসোর্স সেন্টারের মালিক আকতার হোসেনকেও আটক করে পুলিশ। এ সময় ১৮টি মোবাইলও ফোন জব্দ করেছে। রাজমহল রিসোর্স সেন্টারের কেয়ার টেকার নিজাম উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে ওই বাংলো ভাড়া নিয়ে রাতে ঢাকার মুগদা এলাকার আনোয়ার নামের এক ব্যক্তি ডিজে পার্টির আয়োজন করে। এ সময় সেখানে নৃত্য শিল্পীরা নগ্নভাবে নৃত্য পরিবেশন করে। ভোর রাতে খবর পুলিশ ওই বাংলোতে অভিযান চালিয়ে মালিক আকতারসহ ১৮জনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ডিজে পার্টি থেকে কয়েকজন যুবক পালিয়ে যায়। আটক ১৮ জনকে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে অফিসার ইন-চার্জ এস. এম. কামরুজ্জামান বলেন, অসামাজিক কার্যকালাপে লিপ্ত থাকার অভিযোগে ওই রিসোর্স সেন্টারের মালিকসহ ১৮জনকে আটক করা হয়েছে। বর্তমানে তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
×