ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সচেতনতা ছাড়া দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়॥ আনিসুজ্জামান

প্রকাশিত: ০৮:৩৯, ২০ মে ২০১৬

সচেতনতা ছাড়া দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়॥ আনিসুজ্জামান

স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতিকে দেশের জন্য বড় ব্যাধি হিসেবে উল্লেখ করে এমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেছেন, শুধু দুর্নীতি দমন কমিশনের একার পক্ষে দুর্নীতি দমন সম্ভব নয়। এ জন্য সবার মাঝে সচেতনতা বাড়াতে হবে এবং সামাজিক মূল্যবোধ সৃষ্টি করতে হবে। বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দুদক আয়োজিত শ্রেষ্ঠ দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন অধ্যাপক আনিসুজ্জামান। বক্তৃতায় তিনি আরও বলেন, যদি রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধ করা যায়, তাহলে অধিকতর কার্যকর হয়। যতদিন দেশে দুর্নীতি থাকবে ততদিন পর্যন্ত দুদকের কার্যকর ভূমিকা দেখতে চাই। চেয়ারম্যান ইকবাল মাহমুদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন দুদকের তদন্ত কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল, দুদক মহাপরিচালক (প্রতিরোধ) ড. শামসুল আরেফিন প্রমুখ।
×