ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীর চারদিকে বৃত্তাকার রেলপথ হবে

প্রকাশিত: ০৮:৩৭, ২০ মে ২০১৬

রাজধানীর চারদিকে বৃত্তাকার রেলপথ হবে

সংসদ রিপোর্টার ॥ রাজধানীর চারদিকে বৃত্তাকার রেলপথ নির্মাণের জন্য পরিকল্পনা কমিশনে একটি সমীক্ষা প্রস্তাব (স্টাডি প্রপোজাল) পাঠিয়েছে রেলপথ মন্ত্রণালয়। বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়েছে। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রণালয়ের স্টাডি প্রপোজালটি পরিকল্পনা কমিশনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে সম্ভাব্যতা সমীক্ষা কার্যক্রমের আওতায় দ্বিতল রেল চালুর বিষয়টি পরীক্ষা করে ব্যবস্থা নেয়া হবে। গত এপ্রিলে গাজীপুর থেকে নারায়ণগঞ্জ রুটে দ্বিতল রেল সার্ভিস চালুর সুপারিশ করে সংসদীয় কমিটি।
×