ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রমজানে ব্যাংক লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা

প্রকাশিত: ০৪:২১, ২০ মে ২০১৬

রমজানে ব্যাংক লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের জন্য নতুন দাফতরিক সময়সূচী ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সময়সূচী অনুযায়ী সকাল সাড়ে নয়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত গ্রাহকরা লেনদেন করতে পারবে। তবে ব্যাংক খোলা থাকবে ৪টা পর্যন্ত। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্ট এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের দুটি পৃথক সার্কুলারে এ সময়সূচীর কথা জানানো হয়। এতে বলা হয়, সরকারী সিদ্ধান্ত অনুযায়ী দেশে কার্যরত ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান পবিত্র রমজান মাসে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামায়ের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে। -অর্থনৈতিক রিপোর্টার বিটস্পিয়ারহেড এর সঙ্গে কাজ করবে ইয়াহু ইয়াহু বাংলাদেশ তাদের এ্যাডভারটাইজিং সার্ভিসেস প্রদানের উদ্যোগ নিয়েছে। বাংলাদেশে ইয়াহুর প্রতিনিধি হিসেবে ভূমিকা পালন করবে বিটস্পিয়ারহেড লিমিটেড। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর ওয়েস্টিন হোটেলে ইয়াহু এ্যাডভারটাইজিং সার্ভিসেসের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। উপস্থিত ছিলেন রাদি আহমেদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, বিটস্পিয়ারহেড লিমিটেড, শেইখ ইরফান আহমেদ, হেড চ্যানেল সেলস এ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট, ইয়াহু ইন্ডিয়া এবং সপ্নিল রাভিন্দ্রান, ন্যাশনাল সেলস ম্যানেজার, ইয়াহু ইন্ডিয়া। -বিজ্ঞপ্তি কুর্মিটোলায় এয়ারপোর্ট রেস্টুরেন্টের উদ্বোধন অর্থনৈতিক রিপোর্টার ॥ বিজিএমইএ এর সভাপতি মো. সিদ্দীকুর রহমান বলেছেন, সঠিক সেবা পাওয়া গ্রাহকের অধিকার। গুণগত মানসম্পন্ন সেবা দেওয়া ব্যবসায়ীদের দায়িত্ব। বৃহস্পতিবার রাজধানির কুর্মিটোলায় এয়ারপোর্ট রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিজিএমইএ এর সভাপতি মো.সিদ্দীকুর রহমান বলেন, সকলের সততার সঙ্গে ব্যবসা করা উচিত। প্রতিটি রেস্টুরেন্টের উচিত গ্রাহকদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা। পৃথিবীর অন্যান্য দেশে রেস্টুরেন্টে খাবারের মান নিশ্চিত করতে পর্যবেক্ষণ হয়। ব্যবসায়ীরা সতাতার সঙ্গে ব্যবসা পরিচালনা করলে পর্যবেক্ষণ প্রয়োজন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,বাংলাদেশ পুলিশের সাবেক আইজি নূর মোহাম্মদ, উত্তরা জোনের ডিসি বিধান ত্রিপুরা, রিজেন্ট এয়ারওয়েজের চেয়ারম্যান ইয়াসিন আলী, সিঙ্গাপুর বাংলাদেশ বিজনেস চেম্বারের সহ সভাপতি মোহাম্মদ শাহিদুজ্জামান, প্রতিষ্ঠানটির পরিচালক লুৎফর রহমান, মাহফুজুর রহমান, বিমান শ্রমিক লীগের সভাপতি মো. মশিকুর রহমান, মিরপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আজাদুল কবির, বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান প্রমুখ।
×