ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কেন্টাকিতে হিলারি অরেগনে স্যান্ডারস জয়ী

প্রকাশিত: ০৬:২২, ১৯ মে ২০১৬

কেন্টাকিতে হিলারি অরেগনে স্যান্ডারস জয়ী

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনের ভোটাভুটিতে কেন্টাকি অঙ্গরাজ্যে অল্প ব্যবধানে প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডারসকে হারিয়েছেন হিলারি ক্লিনটন। কিন্তু অরেগনে স্যান্ডারসের কাছে হেরে গেছেন হিলারি। মঙ্গলবার রাতে কেন্টাকির প্রাইমারির এ ফলাফল ঘোষণা করেন অঙ্গরাজ্যটির নির্বাচনী বোর্ডের প্রধান এ্যালিসন লুনদেরগান গ্রিমেস। দলটির প্রার্থী মনোনয়ন নিয়ে ডেমোক্র্যাটরা কতটা বিভক্ত হয়ে পড়েছে দুই প্রতিদ্বন্দ্বীর এই তীব্র প্রতিদ্বন্দ্বিতায় তা আরও একবার প্রকাশ পেল। সিএনএনকে গ্রিমেস জানিয়েছেন, বেসরকারী ফলে হিলারি খুব অল্প ব্যবধানে জয় পেয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। গ্রিমেস নিজেও হিলারির সমর্থক। -ইয়াহু নিউজ মিয়ানমারে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র কয়েক দশকের সামরিক শাসনের পর মিয়ানমারের চলমান রাজনৈতিক সংস্কারের প্রতি সমর্থনের ইঙ্গিত হিসেবে দেশটির উপর থেকে আরও কয়েকটি অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের ব্যাংকিং, টিম্বার ও খনিশিল্প খাতের ১০টি রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিকে কালোতালিকা থেকে মুক্ত করেছে যুক্তরাষ্ট্র। -বিবিসি
×