ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৌদির আপত্তি সত্ত্বেও মার্কিন সিনেটে ৯/১১ বিল পাস

প্রকাশিত: ০৬:২১, ১৯ মে ২০১৬

সৌদির আপত্তি সত্ত্বেও মার্কিন সিনেটে ৯/১১ বিল পাস

সৌদি আরবের আপত্তি সত্ত্বেও মঙ্গলবার যুক্তরাষ্ট্র সিনেটে একটি বিল পাস করেছে। এর ফলে এখন ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় আহত ও নিহতদের স্বজনরা সৌদি সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবেন। আর এতে দেশ দুটির মধ্যে কূটনৈতিক টানাপোড়েন বাড়তে পারে। সিনেটররা সর্বসম্মতভাবে দ্য জাস্টিস এ্যাগেইনস্ট স্পন্সর অব টেররিজম এ্যাক্ট (জাস্টা) নামের আলোচিত এই বিলটি পাস করেছে। এবার এটি কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে উত্থাপন করা হবে। সম্পর্কের তিক্ততা প্রশমনে গত এপ্রিলে সৌদি আরব সফর করা প্রেসিডেন্ট বারাক ওবামা এই বিলের বিরোধিতা করছেন। হোয়াইট হাউসের মুখপাত্র জস আর্নেস্ট বলেন, এই বিলের কারণে সার্বভৌম দায়মুক্তির ক্ষেত্রে দীর্ঘদিনের আন্তর্জাতিক আইনের পরিবর্তন হবে। এই বিলের বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের গভীর উদ্বেগ আছে এবং তিনি এটি আইনে পরিণত করার জন্য স্বাক্ষর করবেন বলে মনে হয় না। কারণ এর ফলে বিশ্বের অন্যান্য আদালত ব্যবস্থায় যুক্তরাষ্ট্রকে দুর্বল করে তুলতে পারে। তিনি আরও বলেন, আইনটি পাস হলে বহির্বিশ্বে কর্মরত মার্কিনীরা আইনী ঝুঁকিতে পড়বেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছেন যে, আইনটি পাস হলে তারা যুক্তরাষ্ট্র থেকে তাদের বিনিয়োগ তুলে নিতে পারে। এর আগে এপ্রিল মাসে কংগ্রেসের নিম্নকক্ষের স্পীকার পল রায়ান বলেছিলেন, আমাদের ভেবে দেখা দরকার যে, আমরা আমাদের মিত্রদের সঙ্গে কোন ভুল করতে যাচ্ছি কি না। এটি পাস হলে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক খারাপ হবে এমনটা নিশ্চিতভাবে বলা যায় না। -বিবিসি ও এএফপি বোমা হামলার হুমকিতে জাপানে ৭০ স্কুল বন্ধ ইন্টারনেটের এক পোস্টে বোমা হামলা চালানোর হুমকিতে বুধবার জাপানের ওসাকা প্রদেশের কিশিয়াডা শহরে প্রায় ৭০টি স্কুল বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি শহরের জিমন্যাস্টিক, সিটি হল ও কমিউনিটি সেন্টারগুলোও বন্ধ রাখা হয়েছে বলে জাপানী সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। খবর ওয়েবসাইটের। মঙ্গলবার রাতে ইন্টারনেটে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৩টার মধ্যে কিশিয়াডা শহরের স্কুল, সিটি হল ও অন্যান্য স্থাপনা উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়। এর পরই শুধু নগর কর্তৃপক্ষ পরিচালিত হাসপাতাল ছাড়া সব সেবা বুধবার বন্ধ রাখার ঘোষণা দেয় স্থানীয় প্রশাসন।
×