ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সীতাকুণ্ডে মোবাইল চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৬:১০, ১৯ মে ২০১৬

সীতাকুণ্ডে মোবাইল চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ১৮ মে ॥ মোবাইল চুরির অভিযোগে সীতাকু-ে আবদুল মালেক (২৬) নামে এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সকালে সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরীঘাটা এলাকার আযবাহ ড্রিংকিং ওয়াটার কারখানার ভেতরে এ ঘটনা ঘটে। নিহত যুবক চাঁদপুরের হাজীগঞ্জ থানার রামপুর ইউনিয়নের ছিদ্দিকের পুত্র ও নগরীর সিটি গেট এলাকার একটি ফার্নিচার দোকানের কমচার্রী। এদিকে, পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন অভিযুক্ত দুই শ্রমিককে আটক করে। জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় চৌধুরীঘাটা এলাকায় রিফাত চৌধুরীর মালিকানাধীন আযবাহ ড্রিংকিং ওয়াটার কারখানায় মোবাইল চুরির ঘটনা ঘটে। এ সময় চুুর হওয়া মোবাইলের সন্ধানে ও মোবাইল চোর শনাক্তে সিসি টিভির ভিডিও ফুটেজ দেখে কারখানা কর্তৃপক্ষ। কারখানায় কর্মরত শ্রমিকের বাইরে ভিডিও ফুটেজে আবদুল মালেকের ছবি দেখে সন্দেহ করে কারখানা কর্তৃপক্ষ। এ সময় কারখানা শ্রমিকের সহযোগিতায় রাত দুটোয় আবদুল মালেককে তার ভাড়া বাসা থেকে জোর করে তুলে কারখানায় এনে একটি কক্ষে আটকে দু’হাত শিকল দিয়ে বেঁধে নিমর্মভাবে পেটায়। ভয়াবহ অমানুষিক নির্যাতনে বুধবার সকালে তার মৃত্যু হয়। এদিকে, এ ঘটনার খবরে সীতাকু- মডেল থানার উপ-পরিদর্শক কামাল উদ্দিন ঘটনাস্থল থেকে নিহত যুবকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। হত্যার ঘটনায় জড়িত সন্দেহে কারখানা থেকে দুই শ্রমিককে আটক করে পুলিশ।
×