ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রবির সঙ্গে বিসিবির চুক্তি

প্রকাশিত: ০৪:২৭, ১৮ মে ২০১৬

রবির সঙ্গে বিসিবির চুক্তি

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর রবি। সেই সঙ্গে জাতীয় মহিলা ক্রিকেট দল, বাংলাদেশ ‘এ’ দল ও অনুর্ধ-১৯ ক্রিকেট দলেরও স্পন্সর বেসরকারী এ মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানটি। আগামী বছর জুন মাসের আগেই এ চুক্তি ফুরিয়ে যাবে। এর আগেই বিসিবির সঙ্গে আরেকটি চুক্তিতে যুক্ত হয়েছে রবি। এবার তিন বছরের জন্য বিসিবির সঙ্গে কৌশলগত চুক্তি করেছে রবি। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণাটি দেয় বিসিবিই। বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে একযোগে কাজ করার লক্ষ্যেই এ চুক্তি হয়েছে। চুক্তির আওতায় আগামী তিন বছর বিসিবির সঙ্গে যৌথভাবে দেশব্যাপী ট্যালেন্ট হান্ট কার্যক্রম পরিচালনা, ক্রিকেটার এ্যাওয়ার্ড নাইট, জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, বিসিবির পরিচালকবৃন্দ ও কর্মকর্তাদের জন্য ফ্রি টক টাইম, ডাটা ও ভ্যাস (ভিএএস) সংবলিত বিশেষ বান্ডেল অফারসহ স্মার্টফোন প্রদান করবে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে বিসিবির মার্কেটিং এ্যান্ড কমার্শিয়াল কমিটির ডিরেক্টর ও চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেন, ‘আমরা খুব গর্বিত, বাংলাদেশী কোম্পানি হিসেবে রবি ক্রিকেটে এগিয়ে এসেছে। রবি আমাদের স্পন্সর হওয়ার সঙ্গে খেলার মাঠেও আমাদের পারফর্মেন্সও অনেক উন্নতি হয়েছে। যে মুহূর্তে আমরা টাইগারদের বৈশ্বিক সাফল্যে গর্বিত, ঠিক সেই মুহূর্তে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে খেলাটির উন্নয়নে আমাদের মনোযোগ দেয়া উচিত। জাতীয় ক্রিকেট দলের দায়িত্বশীল পৃষ্ঠপোষক হিসেবে রবি এগিয়ে আসায় আমরা সত্যিই আনন্দিত।’ সংবাদ সম্মেলনে বিসিবির সহ-সভাপতি মাহবুব আনাম, রবির ডিরেক্টর ও সিইও সুপুর বীরাসিংহে এবং রবির চীফ কর্পোরেট এ্যান্ড পিপল অফিসার (সিসিপিও) মতিউল ইসলাম নওশাদও উপস্থিত ছিলেন। কৌশলগত চুক্তির কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিসিবির সিনিয়র সহ-সভাপতি বলেন, ‘বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কৌশলগত চুক্তি করার ব্যাপারে আগ্রহী হয়েছি। আমাদের পাঁচ বছর মেয়াদী একটি পরিকল্পনা রয়েছে। আমরা সেখানে রবিকে তিন বছরের জন্য কৌশলগত পার্টনার হিসেবে পেয়েছি। যেখানে বেশ কিছু কর্মকা-ে তারা কৌশলগত পার্টনার হিসেবে থাকবে।’ চুক্তিটি সম্পর্কে রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুপুর বীরাসিংহে বলেন, ‘শুধু দেশের ক্রিকেটের উন্নয়নেই নয়, দেশ ও দেশের বাইরে যোগাযোগের জন্য বিসিবি, মোবাইল কমিউনিকেশন পার্টনার হিসেবে রবির ওপর আস্থা রাখায় আমরা আনন্দিত ও গর্বিত। আমি নিশ্চিত কৌশলগত এই চুক্তির ফলে দেশের বিভিন্ন প্রান্তের মেধাবী ক্রিকেটার জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তাদের প্রতিভা মেলে ধরার সুযোগ পাবেন।’
×