ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৫ বছরের জন্য মূসক মওকুফ সুবিধা চান হারবাল শিল্প উদ্যোক্তারা

প্রকাশিত: ০৪:১৩, ১৮ মে ২০১৬

৫ বছরের জন্য মূসক মওকুফ সুবিধা চান হারবাল শিল্প উদ্যোক্তারা

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ৫ বছরের জন্য মূল্য সংযোজন কর (মূসক) মওকুফ সুবিধা চান হারবাল শিল্প উদ্যোক্তারা। ৫ বছরের জন্য এ খাতের ওপর থেকে মূসক প্রত্যাহার করা না হলে এ শিল্প বাঁচবে না বলে মন্তব্য করেন তারা। মঙ্গলবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনের কনফারেন্স রুমে ‘কারেন্ট এ্যাফেয়ার্স অব মেডিসিনাল প্লান্টস এ্যান্ড হারবাল প্রোডাক্টস ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এ দাবি জানান হারবাল শিল্পের উদ্যোক্তারা। সেমিনারে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ। সেমিনারে বাংলাদেশ হারবাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি হাসিবুল রহমান বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মনে করছে এ খাতে অনেক বড় বড় কোম্পানি আছে। কিন্তু এখানে কোন বড় কোম্পানি নেই। আমরা হাঁটি-হাঁটি পা পা করে এগিয়ে চলেছি। ৫ বছরের জন্য আমাদের মূসকমুক্ত সুবিধা দিলে পরবর্তীতে এ খাত থেকে অনেক রাজস্ব আয় করা সম্ভব। প্রিমিয়ার ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক সামি করিম সম্প্রতি ‘দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড’ এ নতুন উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। এই ব্যাংকে যোগদানের পূর্বে তিনি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ‘সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট’ (এসইভিপি) পদে দায়িত্ব পালন করেন। সামি করিম অভিজ্ঞ এবং পেশাদারী ব্যাংকার তার সুদীর্ঘ ২৯ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি ক্রেডিট এগ্রিকোল ইন্দোসুয়েজ ব্যাংক, ব্যাংক অব সিলোন ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের হেড অব ক্রেডিট হেড অব রিস্ক ম্যানেজমেন্ট ইউনিট, স্পেশাল এ্যাসেট ও হেড অব এইচ আর, হেড অব ক্রেডিট এ্যাডমিন ও হেড অব ক্রেডিটে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেন এবং তার পেশাদারিত্ব উৎপাদনশীলতা, মেধা ও উন্নয়নের নতুন মাত্রা যোগ করে কাজ করে আসছেন। -বিজ্ঞপ্তি মোশারফ হোসেন উত্তরা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন উত্তরা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি একই ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। মোশারফ হোসেন ১৯৮৭ সালে প্রবেশনারি অফিসার হিসেবে উত্তরা ব্যাংকে তাঁর কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ২৯ বছরের কর্মজীবনে তিনি বিভিন্ন সময়ে শাখা ব্যবস্থাপক, ব্যাংকের স্থানীয় কার্যালয়ের প্রধান ও প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় হিসাব বিভাগে দায়িত্ব পালন করেন। -বিজ্ঞপ্তি
×