ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তনু হত্যা মামলা

ময়নাতদন্ত ও ডিএনএ রিপোর্ট নিয়ে দুই সংস্থা মুখোমুখি

প্রকাশিত: ০৮:৫১, ১৬ মে ২০১৬

ময়নাতদন্ত ও ডিএনএ  রিপোর্ট নিয়ে দুই সংস্থা মুখোমুখি

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৫ মে ॥ কুমিল্লায় কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকা-ের ডিএনএ প্রতিবেদন পেতে দ্বিতীয় ময়নাতদন্তের জন্য গঠিত মেডিক্যাল বোর্ড রবিবার মামলার তদন্তকারী সংস্থা সিআইডিকে চিঠি দিয়ে আদালত ও কুমেক হাসপাতালের অধ্যক্ষকে এর অনুলিপি প্রদান করেছে। এদিকে সিআইডি সূত্র দাবি করেছে, মৃত্যুর কারণ চিহ্নিত করতে মেডিক্যাল বোর্ডের ডিএনএ রিপোর্টের প্রয়োজন নেই। ময়নাতদন্তের জন্য দ্বিতীয়বার কবর থেকে লাশ উত্তোলন করার ৪৬ দিন পেরিয়ে গেলেও এ পর্যন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি মেডিক্যাল বোর্ড। ময়নাতদন্ত ও ডিএনএ প্রতিবেদন নিয়ে দুই তদন্তকারী সংস্থা সিআইডি ও মেডিক্যাল বোর্ড অনেকটা মুখোমুখি অবস্থানে রয়েছে। অন্যদিকে দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন দাখিলে দীর্ঘসূত্রতা এবং হত্যাকা-ের প্রায় দুই মাসেও ঘাতক শনাক্ত বা গ্রেফতার না হওয়াসহ মামলার দৃশ্যমান কোন অগ্রগতি না হওয়ায় বিভিন্ন মহলে ক্ষোভ ও হতাশা ক্রমেই বাড়ছে।
×