ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেশ সাহিত্য উৎসবে কামাল লোহানীর গ্রন্থের পাঠোন্মোচন

প্রকাশিত: ০৫:৪৯, ১৬ মে ২০১৬

দেশ সাহিত্য উৎসবে কামাল লোহানীর গ্রন্থের পাঠোন্মোচন

স্টাফ রিপোর্টার ॥ চেতনায় ঐতিহ্য প্রতিপাদ্যে অনুষ্ঠিত হলো দেশ পাবলিকেশন্স আয়োজিত দেশ সাহিত্য উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে প্রকাশনা সংস্থাটি প্রকাশ করেছে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী রচিত দু’টি গ্রন্থ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শব্দসৈনিকের লেখা গ্রন্থ দু’টি হলো ‘মুক্তি-সংগ্রামে স্বাধীন বাংলা বেতার’ ও ‘যেন ভুলে না যাই’। রবিবার বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত উৎসবে এই দু’টি বইয়ের পাঠোন্মোচন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে প্রদান করা হয় ‘দেশ পা-ুলিপি পুরস্কার’। উদীচী শিল্পীগোষ্ঠী পরিবেশিত জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর শিল্পীরা সম্মেলক কণ্ঠে একে গেয়ে শোনায় ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘আমরা পূর্ব পশ্চিমে’, ‘জনতার সংগ্রাম চলবেই’ ও ‘ধিতাং ধিতাং বলে’। এরপর মঞ্চে আসেন আবৃত্তিশিল্পী ও স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিক আশরাফুল আলম। তিনি পাঠ করে শোনান একাত্তরের ২৫ মে স্বাধীন বাংলা বেতারে প্রচারিত সংবাদের অংশবিশেষ। মাতৃভূমিকে রক্ষায় পাকবাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের মরণপণ অভিযানের চিত্র উঠে আসে পঠিত সেই সংবাদে। প্রকাশনা অনুষ্ঠানে অতিথিরা গ্রন্থ দু’টির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথির বক্তৃতা করেন বগুড়ার সংসদ সদস্য মোঃ হাবিবর রহমান। ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, স্বাধীন বাংলা বেতারের আরেক শব্দসৈনিক আশফাকুর রহমান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ্যাডভোকেট সুলতানা কামাল। স্বাগত বক্তব্য রাখেন দেশ পাবলিকেশন্সের প্রকাশক অচিন্ত্য চয়ন। অনুভূতি প্রকাশ করে কামাল লোহানী বলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সম্পর্কে ইতোমধ্যে অনেক বই বেরিয়েছে। তবে এ নিয়ে আমার মধ্যে কিছু দ্বিধা ছিল। মনে হয়েছে, এত বই প্রকাশিত হলেও সবকিছু বলা হয়নি। বিষয়টির সঙ্গে যেহেতু জড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ইতিহাস তাই মনে হয়েছে দেশের মানুষও যেন সবকিছু জানতে পারে। সে চিন্তা থেকেই এ বইটি লেখা। যাতে অনেক অপ্রিয় সত্য কথাও উঠে এসেছে। সেই উত্তাল সময়ে বেতন সংক্রান্ত বিষয়ে কিছু বেতার কর্মীর কর্মবিরতির প্রচেষ্টাসহ নানা তথ্য তুলে ধরেছি। এছাড়া বেতারের সঙ্গে সম্পৃক্ত ১০০ জনের ছবিসহ পূর্ণাঙ্গ তালিকাও দেয়া হয়েছে বইটিতে। প্রধান অতিথির বক্তব্যে আনিসুজ্জামান বলেন, কামাল লোহানীর ‘মুক্তি-সংগ্রামে স্বাধীন বাংলা বেতার’ বইটি পড়েছি। এ বইয়ে আমি প্রথমবারের মতো সিরাজগঞ্জের জয় বাংলা বেতার কেন্দ্র সম্পর্কে জেনেছি। সে সঙ্গে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পূর্বাপর বিবরণ রয়েছে গ্রন্থটিতে। সে সঙ্গে অনেক তথ্য পাওয়া গেছে। এ তথ্য থেকে শেখার-বোঝার অনেক বিষয় আছে। সেই সময়কার অবরুদ্ধ বাংলার মানুষের মনে সাহস জুগিয়ে এই বেতার কেন্দ্র। অনুষ্ঠানে ২০১৪ সালের দেশ পা-ুলিপি পুরস্কার প্রদান করা হয় বিকাশ মজুমদার, চরু হক, হাসান জাহিদ, অরুণ কুমার বিশ্বাস, মুহাম্মদ বদরুল আলম, মাসুদ পারভেজ ও রিপনচন্দ্র মল্লিককে। ২০১৫ সালের দেশ পা-ুলিপি পুরস্কার পেয়েছেন কামাল লোহানী, সুমন্ত আসলাম, অদ্বৈত মারুত, তুষার কবির ও লিটন মহন্ত। প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন বিষয়ক চিত্র কর্মশালা ॥ শিল্পীর রং-তুলিতে উঠে এলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের সেই ঐতিহাসিক মুহূর্ত। সেই সঙ্গে একঝাঁক শিল্পীর ক্যানভাসে উদ্ভাসিত হলো প্রধানমন্ত্রীর সংগ্রামী জীবনের চিত্র ও উন্নয়ন বিষয়ের দৃশ্যকাব্য। এই তিনটি বিষয়টি ধারণ করে রবিবার দিনব্যাপী শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় অনুষ্ঠিত হলো ৩৫ জন বিশিষ্ট শিল্পীর অংশগ্রহণে চিত্র কর্মশালা। এ কর্মশালায় ছবি এঁকেছেন চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী, আব্দুল মান্নান, রণজিৎ দাস, অলকেশ ঘোষ, গোলাম ফারুক বেবুল, নাসিম আহমেদ নাদভী, শাহজাহান আহমেদ বিকাশ, মোঃ আলপ্তগীন, কামাল উদ্দীন, কনকচাঁপা চাকমা ও আতিয়া ইসলাম এ্যানিসহ ৩৫জন চিত্রশিল্পী। কর্মশালায় চিত্রিদ চিত্রকর্ম নিয়ে পরবর্তীতে প্রদর্শনীর আয়োজন করা হবে। ‘আর্ট মেক আস হিউম্যান’ : শিল্পী নাজিব তারেকের চলমান অনলাইন শিল্প প্রকল্প ‘আর্ট মেক আস হিউম্যান’। এই প্রকল্পের শিরোনামেই রবিবার থেকে মোহাম্মদপুরের সিক্স বাই সিক্স গ্যালারিতে শুরু হলো প্রদর্শনী। বিকেলে নতুন এই প্রদর্শনালয়ে অনুষ্ঠিত প্রদর্শনীর সূচনা হয়। পক্ষকালব্যাপী এ প্রদর্শনীতে প্রতিদিন বিকেলে একজন করে বিশিষ্ট শিল্পী ও কবি নাজিব তারেকের শিল্পকর্ম নিয়ে আলোচনা করবেন। প্রথম দিনের প্রদর্শনীতে নাজিব তারেকের শিল্পকর্ম নিয়ে আলোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক ডিন ও চিত্রশিল্পী আবুল বারক্্ আলভী। এছাড়া প্রদর্শনীর বাকি দিনগুলো নাজিব তারেকের শিল্পকর্ম নিয়ে আলোচনা করবেন শিল্পী মাহমুদুল হক, রোকেয়া সুলতানা, নিসার হোসেন, শিশির ভট্টাচার্য, লালা রুখ সেলিম, মুস্তাফা জামান, নাসিমুল কবির ডিউক এবং কবি মারুফ রায়হান, শোয়েব জিবরান ও কবির হুমায়ুন। আগামী ২৫ মে পর্যন্ত চলবে প্রদর্শনী। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত দশটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
×