ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সবচেয়ে বয়স্ক বিড়ালের মৃত্যু

প্রকাশিত: ০৪:২৫, ১৬ মে ২০১৬

সবচেয়ে বয়স্ক বিড়ালের মৃত্যু

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ম্যানসফিল্ডের গেইল ফ্লয়েডের স্কুটার নামের সিয়ামিজ বিড়ালটি মারা গেছে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী সে ছিল সবচেয়ে বেশি বয়সের। গত ২৬ মার্চ ৩০তম জন্মদিন পার করে। যা মানুষের আয়ুর এক শ’ ছত্রিশ বছরের সমান। ১৯৮৬ সালে জন্ম নেয়া বিড়ালটি, ৮ এপ্রিল সবচেয়ে বেশি বয়সের স্বীকৃতি পায়। এই দীর্ঘ জীবনে সে যুক্তরাষ্ট্রের ৪৫-৫০টি অঙ্গরাজ্য ভ্রমণ করেছে। -বিবিসি সবুজ দূতাবাস ভারতের মার্কিন দূতাবাস পরিবেশ সুরক্ষায় শীর্ষ স্থান পেল। বিভিন্ন দেশের দূতাবাসগুলোর মধ্যে প্রতিযোগিতায় সবুজায়নে সবচেয়ে বেশি উদ্যোগী হওয়ার জন্য সেরার পুরস্কার পেলেন তাঁরা। পরিবেশ সচেতনতায় অভিনবত্ব দেখিয়েছে দূতাবাসটি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো তাদের কলকাতার কনস্যুলেট জেনারেল। যেখানে দূষিত পানিকে পুনরায় ব্যবহারযোগ্য করে ৪৫ শতাংশ অপচয় কমিয়ে ফেলেছে। -আজকাল ফিলিপিন্সে কমিউনিস্ট বিদ্রোহীদের হামলায় তিন সৈন্য নিহত ফিলিপিন্সে বিদ্রোহী গেরিলাদের হামলায় ৩ সৈন্য নিহত হয়েছে। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট স্থগিত শান্তি আলোচনা পুনরায় চালু করার প্রস্তাব দেয়ার পর এই প্রথম সহিংস রক্তপাতের ঘটনা ঘটল। রবিবার সেনাবাহিনীর পক্ষ থেকে একথা বলা হয়েছে। সেনাবাহিনীর এক প্রতিবেদনে বলা হয়, শনিবার মধ্যাঞ্চলীয় দ্বীপ নেগরোসে সৈন্যদের সঙ্গে প্রায় ১০ জন গেরিলার সংঘর্ষ হয়। এ সময় সৈন্যরা নিউ পিপলস আর্মির গেরিলারা গ্রামবাসীদের কাছ থেকে চাঁদা আদায় করছে এমন একটি খবরের তদন্ত করছিল। রক্তক্ষয়ী এ সংঘর্ষে ৩ সৈন্য নিহত ও ২ জন আহত হয়েছে। -এএফপি পেন্টাগনের উদ্বেগ ভারতীয় সীমান্তে সেনা সংখ্যা বাড়িয়েছে চীন চীন ভারতীয় সীমান্তে বিপুল সেনা মোতায়েন করেছে উল্লেখ করে পেন্টাগন উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে বিশ্বের বিভিন্ন স্থানে চীনের সামরিক উপস্থিতিতে হুঁশিয়ারি উচ্চারণ করেছে মার্কিন সেনা সদর দফতর। খবর টাইমস অব ইন্ডিয়ার। পূর্ব এশিয়াবিষয়ক মার্কিন উপ-সহকারী প্রতিরক্ষামন্ত্রী আব্রাহাম এম ডেনমার্ক সাংবাদিকদের এ উদ্বেগের কথা বলেছেন।
×