ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিন মাসে ২৫ ফিলিস্তিনী শিশু হত্যা করেছে ইসরাইল

প্রকাশিত: ০৪:২৫, ১৬ মে ২০১৬

তিন মাসে ২৫ ফিলিস্তিনী শিশু হত্যা করেছে ইসরাইল

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, ২০১৫ সালের শেষ তিন মাসে ইসরাইলের হামলায় ২৫ ফিলিস্তিনী শিশু নিহত হয়েছে। এ সময়ে ইসরাইলের হাতে ফিলিস্তিনী শিশুদের আটক হওয়ার ঘটনা ছিল তার আগের সাত বছরে তুলনায় সবচেয়ে বেশি। খবর আলজাজিরার। ইউনিসেফের তথ্যানুযায়ী, ইসরাইলের নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগ নিয়ে উদ্বেগ বেড়েছে। বিশেষ করে ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগে ফিলিস্তিনী শিশুদের ইসরাইলের নিরাপত্তা বাহিনীর গুলিতে হত্যার বিষয়টি নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। ইসরাইলের নিরাপত্তা বাহিনীর হামলায় ওই তিন মাসে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ১ হাজার ৩০০ শিশু আহত হয়। উদাহরণ হিসেবে ইউনিসেফ উল্লেখ করেছে, ২০১৫ সালের অক্টোবর মাসে ইসরাইলী বাহিনীর হাতে এক ফিলিস্তিনী মেয়ের আটকের কথা।
×