ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিলেটে আলোচিত তারাপুর চা-বাগান দখলমুক্ত

প্রকাশিত: ০৩:৫২, ১৬ মে ২০১৬

সিলেটে আলোচিত তারাপুর  চা-বাগান দখলমুক্ত

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ অবশেষে বহুল আলোচিত দেবোত্তর সম্পত্তি হিসেবে স্বীকৃত সিলেটের তারাপুর চাবাগানটি রাগীব আলীর দখল থেকে উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। বাগানটি উদ্ধার করে দেবোত্তর সম্পত্তির সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তকে দখল বুঝিয়ে দেয়া হয়। রবিবার কেবল চাবাগান ও চাবাগান সংশ্লিষ্ট স্থাপনা উদ্ধার করা হয়। বাগান ধ্বংস করে গড়ে ওঠা অন্যান্য স্থাপনা অপসারণের জন্য ছয় মাসের সময় বেঁধে দিয়েছে প্রশাসন। এই চাবাগানের জমিতে গড়ে উঠেছে রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল। এছাড়া এই জমিতে ৩৩৭টি প্লটে গড়ে উঠেছে বহুতল আবাসিক ভবন ও বিপণিবিতান, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। রবিবার এই দেবোত্তোর সম্পত্তির সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তকে ৪২২.৯৬ একর ভূমির বাগানের মধ্যে ৩২৩ একর ভূমি বুঝিয়ে দেয়া হয়েছে। পঙ্কজ এই সম্পত্তির সেবায়েত রাজেন্দ্র গুপ্তের ছেলে। রাজেন্দ্র একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদ হন। রাজেন্দ্র গুপ্তের বাবা বৈকুণ্ঠ চন্দ্র গুপ্ত তারাপুর চাবাগানটি দেবতার নামে দান করেন। প্রায় দুই হাজার কোটি টাকা মূল্যের তারাপুর চাবাগান দীর্ঘদিন ধরে শিল্পপতি রাগীব আলীর দখলে ছিল।
×