ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১৯৭১ : গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের প্রতিষ্ঠা বার্ষিকী কাল

প্রকাশিত: ০৩:৪৯, ১৬ মে ২০১৬

১৯৭১ : গণহত্যা নির্যাতন আর্কাইভ ও  জাদুঘরের প্রতিষ্ঠা বার্ষিকী কাল

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ১৯৭১ গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী কাল মঙ্গলবার। এ উপলক্ষে সোমবার থেকে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দুই দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানসূচী অনুযায়ী সোমবার বিকেলে ২টি গণহত্যাস্থলে ফলক উন্মোচন করা হবে। মঙ্গলবার দিনব্যাপী আয়োজিত কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ১০টায় নগরীর শিববাড়ি এলাকায় অবস্থিত বিভাগীয় জাদুঘর অডিটোরিয়ামে মুক্তিযুদ্ধ ভিত্তিক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা। চিত্রশিল্পী হাশেম খান এ প্রতিযোগিতা উদ্বোধন করবেন। বিকেল ৪টায় একই স্থানে অনুষ্ঠিত হবে শহীদ স্মারক বক্তৃতা। স্মারক বক্তা থাকবেন লেঃ কর্নেল অব কাজী সাজ্জাদ আলী জহির বীরপ্রতীক।
×