ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দৈনন্দিন বিজ্ঞান

প্রকাশিত: ০৩:৪২, ১৬ মে ২০১৬

দৈনন্দিন বিজ্ঞান

(পূর্ব প্রকাশের পর) ৫৮. রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে - ক) হাইড্রোজেন সরবরাহ করে খ) নাইট্রোজেন সরবরাহ করে গ) অক্সিজেন সরবরাহ করে ঘ) অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ৫৯. গ্রীনহাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুত্ব ক্ষতি কী করে? ক) বৃষ্টিপাত কমে যাবে খ) নিম্নভূমি নিমজ্জিত হবে গ) উত্তাপ অনেক বেড়ে যাবে ঘ) সাইক্লোনের প্রবণতা বাড়বে ৬০. সংকর ধাতু পিতলের উপাদান - ক) কম হয় খ) তামা ও দস্তা গ) একই হয় ঘ) তামা ও সিসা ৬১. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ - ক) কম হয় খ) খুব কম হয় গ) একই হয় ঘ) বেশি হয় ৬২. রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয় - ক) গামা রশ্মি খ) বিটা রশ্মি গ) কসমিক রশ্মি ঘ) রঞ্জন রশ্মি ৬৩. ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো - ক) এ রোগ মানবদেহের কিডনি নষ্ট করে খ) এ রোগ হলে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায় গ) চিনি জাতীয় খাবার বেশি হলে এ রোগ হয় ঘ) ইনসুলিনের অভাবে এ রোগ হয় ৬৪. এনজিওপ্লাস্টি হচ্ছে - ক) হৃদপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো খ) হৃদপিন্ড নতুন শিরা সংযোজন গ) হৃদপিন্ডের মৃত টিস্যু কেটে ফেলা ঘ) হৃদপিন্ডের টিস্যুতে নতুন টিস্যু সংযোজন করা ৬৫. অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে? ক) ফিটকিরি খ) চুন গ) সেভিং সোপ ঘ) কষ্টিক সোডা ৬৬. ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা? ক) কিউলেক্স খ) এডিস গ) এ্যানেফিলিস ঘ) সব ধরনের মশা ৬৭. সুনামীর (ঞংঁহধসর) কারণ হলো - ক) আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত খ) সমুদ্র তলদেশের ভূমিকম্প গ) চন্দ্র ও সূর্যের আকর্ষণ ঘ) সমুদ্র তলদেশের ভূমিকম্প ৬৮. কত বছর পর পর হ্যালির ধুমকেতু দেখা যায়? ক) ৭০ বছর খ) ৬৫ বছর গ) ৭৬ বছর ঘ) ৮০ বছর ৬৯. জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি? ক) কৃত্রিম সার প্রয়োগ খ) পানি সেচ গ) জমিতে নাইট্রোজেন ধরে রাখা ঘ) প্রাকৃতিক সার প্রয়োগ ৭০. কিসের অভাবে ফসলের পরিপক্কতা বিলম্বিত হয়? ক) দস্তাা খ) সালফার গ) নাইট্রোজেন ঘ) পটাশিয়াম ৭১. নবায়নযোগ্য জ্বালানি কোনটি? ক) পরমাণু শক্তি খ) কয়লা গ) পেট্রোল ঘ) প্রাকৃতিক গ্যাস ৭২. বিশ্ব পরিবেশ দিবস কোনটি? ক) ৫ মে খ) ১৫ মে গ) ৫ জুন ঘ) ১৫ জুন ৭৩. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয় - ক) ই-মেইল খ) ইন্টারকম গ) ইন্টারনেট ঘ) টেলিগ্রাম ৭৪. কোন মাধ্যমে শব্দের গতি সর্বাপেক্ষা কম? ক) শূন্যতায় খ) কঠিন পদার্থে গ) তরল পদার্থে ঘ) বায়বীয় পদার্থে ৭৫. কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়? ক) পেপসিন খ) এমাইলেজ গ) রেনিন ঘ) ট্রিপসিন ৭৬. স্টিফেন হকিন্স বিশ্বের একজন অতিশয় বিখ্যাত - ক) দার্শনিক খ) পদার্থবিদ গ) কবি ঘ) রসায়নবিদ ৭৭. ফল পাকানোর জন্য দায়ী কী? ক) ইথিলিন খ) প্রপিন গ) লাইকোপেন ঘ) মিথিলিন সঠিক উত্তর: ৫৮. (ঘ) ৫৯. (খ) ৬০. (খ) ৬১. (গ) ৬২. (ক) ৬৩. (গ) ৬৪. (ক) ৬৫. (ক) ৬৬. (খ) ৬৭. (ঘ) ৬৮. (গ) ৬৯. (খ) ৭০. (খ) ৭১. (ক) ৭২. (গ) ৭৩. (গ) ৭৪. (ঘ) ৭৫. (গ) ৭৬. (খ) ৭৭. (ক) ৭৮. (খ) ৭৯. (ঘ) ৮০. (ক)
×