ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রের মুখ্য উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

প্রকাশিত: ০৭:৫৮, ১৫ মে ২০১৬

যুক্তরাষ্ট্রের মুখ্য উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

কূটনৈতিক রিপোর্টার ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মুখ্য উপসহকারী মন্ত্রী উইলিয়াম ই টড তিন দিনের সফরে শনিবার ঢাকায় এসেছেন। সফরকালে তিনি একটি আন্তঃমন্ত্রণালয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। ঢাকায় অবস্থানকালে উইলিয়াম ই টড বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, নিরাপত্তা পরিস্থিতি এবং আঞ্চলিক সমন্বয় নিয়ে আলোচনা করবেন। এছাড়া গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাইয়ের সফরের ধারাবাহিকতা নিয়েও আলোচনা করবেন তিনি। মার্কিন মুখ্য উপসহকারী মন্ত্রী সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন। উইলিয়াম টড শনিবার ঢাকায় পৌঁছালেও সরকারী পর্যায়ের এ্যাপয়েনমেন্টগুলো আগামী সোমবার নির্ধারিত হয়েছে। এর আগ পর্যন্ত দূতাবাসের অভ্যন্তরীণ কর্মসূচীতে ব্যস্ত সময় কাটাবেন তিনি।
×