ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নৃত্য গানে রবীন্দ্র জয়ন্তী

প্রকাশিত: ০৪:১৬, ১৫ মে ২০১৬

নৃত্য গানে রবীন্দ্র জয়ন্তী

স্টাফ রিপোর্টার ॥ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় বেঙ্গল আর্ট প্রিসিঙ্কট মিলনায়তনে রবীন্দ্র নৃত্যনাট্য এবং রবীন্দসঙ্গীত পরিবেশন করা হয়। ডেইলি স্টার আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় রবীন্দ্রনাথের নৃত্যনাট্যের অংশবিশেষ পরিবেশিত হয়। এরপর সঙ্গীতশিল্পী নাঈমা ইসলাম রাজ, মোস্তাফিজুর রহমান তূর্য, ছায়া কর্মকার, জীবন চৌধুরী, সুমা রায়, অনুপম কুমার পাল, শিমু দে ও দীপাঞ্জন মুখার্জী রবীন্দ্রনাথের নৃত্যনাট্য চিত্রাঙ্গদা, মায়ার খেলা, শ্যামা, শাপমোচন ও চন্ডালিকা থেকে গান পরিবেশন করেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল রোদনভরা এ বসন্ত, আমার পরাণ যাহা চায়, বধূ কোন আলো লাগলো চোখে, দিবস রজনী আমি যেন তার, আজ দক্ষিণ দুয়ার খোলা, মায়াবন বিহারিনী, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। গানের ফাঁকে ফাঁকে ধারা বর্ণনা করেন রবীন্দ্রসঙ্গীতশিল্পী সালমা আকবর। অনুষ্ঠান সঞ্চালনা করেন দ্য ডেইলি স্টারের আর্টস এ্যান্ড এন্টারটেইনমেন্ট বিভাগের সম্পাদক সাদিয়া আফরিন মল্লিক। সম্মেলক কণ্ঠে আহা আজি এ বসন্তে (চিত্রাঙ্গদা থেকে) গানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠান সহযোগী ইস্টার্ন ব্যাংক লিমিটেড ও চলচ্চিত্রম।
×