ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্পেনে অগ্নিকাণ্ডে ৯ হাজার মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ

প্রকাশিত: ১৯:৫১, ১৪ মে ২০১৬

স্পেনে অগ্নিকাণ্ডে ৯ হাজার মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ

অনলাইন ডেস্ক॥ স্পেনের মাদ্রিদে অব্যহৃত (বাতিল) টায়ারের স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে টায়ার পোড়া বিষাক্ত গ্যাস থেকে রক্ষা পেতে আশপাশে বাসরত প্রায় ৯ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (১৪ মে) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। গত ১২ মে দেশটির কুইনন দে সিসেনা শহরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলেও শুক্রবার (১৩ মে) নগাদ তা ভয়াবহ আকার নেয়। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিষাক্ত ধোঁয়া থেকে বাঁচতে স্থানীয় স্কুলগুলো ছুটি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে আগুন নেভাতে কাজ করছে দেশটির দমকল বাহিনীর প্রায় ১০টি ইউনিট। বাতাসের কারণে আগুন আরও ছড়িয়ে যাওয়ার আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।
×