ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কিংবদন্তি হয়ে ইব্রার বিদায়

প্রকাশিত: ০৬:৪০, ১৪ মে ২০১৬

কিংবদন্তি হয়ে  ইব্রার বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে ফ্রেঞ্চ লীগ ওয়ানের চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছাড়ার ঘোষণা দিলেন জ¬াতান ইব্রাহিমোভিচ। চলতি মৌসুম শেষেই ক্লাব ছাড়ার কথা জানিয়েছেন তিনি। তবে ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যবস্থাপনার ভূমিকা নিয়ে পিএসজিতেই ফিরবেন সুইজারল্যান্ডের এই তারকা ফুটবলার। শুক্রবার এক টুইট বার্তায় ইব্রাহিমোভিচ লিখেন, ‘প্রাক ডেস প্রিন্সেসে কালই (আজ) আমার শেষ ম্যাচ। আমি রাজার বেশে এখানে এসেছিলাম, ফিরে যাচ্ছি কিংবদন্তি হয়ে।’ এর মাধ্যমে ক্লাবটির সঙ্গে ইব্রার চুক্তির মেয়াদ বাড়ার যে জল্পনা-কল্পনা চলছিল তারও অবসান ঘটল। গত বছরের ৩০ জুন ক্লাবের সঙ্গে ইব্রার চুক্তির মেয়াদ শেষ হয়। নিজেদের মাঠে ন্যানেসের বিপক্ষে লীগের শেষ ম্যাচে আজ মাঠে নামবে পিএসজি। এরপর অবশ্য আরও একবার পিএসজির জার্সি গাড়ে চড়াবেন সুইডিশ স্ট্রাইকার। আগামী ২১ মে স্টেড ডি ফ্রান্সে মার্সেইর বিপক্ষে ফ্রেঞ্চ কাপের ফাইনালে। তবে ইব্রার পিএসজি ছাড়া কিংবা আবারও কিংবা নতুন করে দায়িত্ব নিয়ে ব্যবস্থাপনায় ফেরা-সবকিছুই হচ্ছে দুই পক্ষের সম্মতিতে। এ বিষয়ে পিএসজি জানায়, ‘পিএসজি এবং ইব্রার প্রতিনিধির সঙ্গে আলাপ আলোচনার পর ক্লাব এবং ওই খেলোয়াড়ের পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে ইব্রার সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। খেলোয়াড়ি জীবনের ইতি ঘটার পর ইব্রা ক্লাবের ব্যবস্থাপনার দায়িত্ব নিয়ে আবারও ক্লাবে যুক্ত হবে মর্মে দুই পক্ষ সম্মত হয়েছে।’ পিএসজিকে বিদায় বলে দিলেও ফুটবলেই বেশি মনোযোগী হবেন ইব্রাহিমোভিচ। কেননা আগামী মাস থেকেই যে শুরু হচ্ছে ২০১৬ ইউরো। এই সময় ফ্রান্সের ক্লাবের খেলোয়াড়ি জীবনের তল্পিতল্পা গুটিয়ে সুইডেনের হয়ে ইউরো টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত থাকবেন তিনি। পিএসজির আগে আয়াক্স, জুভেন্টাস, বার্সিলোনা, এসি মিলান কিংবা ইন্টার মিলাল সর্বত্রই নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন ইব্রাহিমোভিচ। বয়সে চৌত্রিশকেও ছাড়িয়ে যাওয়া ইব্রার ভবিষ্যত নিয়েও শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। কেউ কেউ বলছেন ইংলিশ প্রিমিয়ার লীগে নতুন করে ঠিকানা গড়বেন তিনি। আবার সম্প্রতি তার প্রতিনিধি জানিয়েছেন, এসি মিলান অথবা মেজর লীগ সকারের কোন ক্লাবেই নোঙ্গর ফেলতে পারেন এই সুইডিস স্ট্রাইকার। শুক্রবার ইতালির এক সংবাদ মাধ্যমের খবর, প্রিমিয়ার লীগ কিংবা সিরি এ তে নয় বরং মেজর লীগের লা গ্যালাক্সিতেই যোগ দেয়ার সম্ভাবনা ৯০ শতাংশ।
×