ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাভারে হামলা ও লুট ॥ গৃহকর্ত্রী জখম

প্রকাশিত: ০৪:২৩, ১৪ মে ২০১৬

সাভারে হামলা ও লুট ॥ গৃহকর্ত্রী  জখম

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৩ মে ॥ সাভারে ডাকাতদের ছুরিকাঘাতে গৃহকর্ত্রী জখম হয়েছে। এছাড়া ছিনতাইকারীদের হামলায় দুই হিজড়া গুরুতর আহত হয়েছে। তাদের কাছ থেকে লুট করা হয়েছে নগদ দুই লাখ টাকা, সাত ভরি স্বর্ণালঙ্কার ও দুটি আইফোন। শুক্রবার পৌর এলাকার কাজী মোক্মাপাড়া ও শিমুলতলা এলাকায় ঘটনা দুটি ঘটে। জানা গেছে, ভোর চারটার দিকে কাজী মোক্মাপাড়া এলাকায় গিরিধারী সাহার বাড়িতে ১০-১২ সদস্যের একটি ডাকাতদল প্রবেশ করে। ওই সময় গৃহকর্ত্রী আভা রানী সাহা (৬৫) বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। এ সময় তিনি ঘরের পাশে ডাকাতদের দেখে চিৎকার দিলে ডাকাতরা তাকে এলোপাতাড়ি অপরদিকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। অপরদিকে, ভোর পাঁচটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা এলাকায় রুবেল ও বাঁধন নামের দুই হিজড়া সদস্যকে পিটিয়ে আহত করে তাদের কাছে থাকা নগদ দুই লাখ টাকা, আনুমানিক সাত ভরির স্বর্ণালঙ্কার ও দুটি আইফোন লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
×