ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিলেটে ঝুঁকিপূর্ণ ভবন ভাঙ্গা শুরু

প্রকাশিত: ০৪:০২, ১৪ মে ২০১৬

সিলেটে ঝুঁকিপূর্ণ ভবন ভাঙ্গা শুরু

সিলেট সিটি কর্পোরেশনের মালিকানাধীন ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত ৩য় তলা সিটি মার্কেটটি ভেঙ্গে ফেলার কাজ শুরু হয়েছে। গত মঙ্গলবার বেলা ১২টার দিকে শহরের বন্দরবাজার এলাকায় ভবনটির ৩য় তলা ভাঙ্গার কাজ শুরু হয়। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, দীর্ঘদিন আগে দীঘি ভরাট করে সিটি মার্কেটটি নির্মাণ করা হয়। এরই মধ্যে বিভিন্ন জায়গায় দেবে যাওয়ায় ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রকৌশলীদের পরামর্শ অনুযায়ী, প্রাথমিকভাবে মার্কেটটির ৩য় তলায় যেসব দোকান রয়েছে তা ভেঙ্গে ফেলা হচ্ছে। এছাড়া সিলেটের অন্যান্য যেসব ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে সেগুলোও ভেঙ্গে ফেলার নোটিস দেয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাহী কর্মকর্তা। এ সময়, ব্যক্তি মালিকানাধীন ভবনগুলো স্বউদ্যোগে ভেঙ্গে ফেলার আহ্বান জানান তিনি। সিলেটের ৩০-৩২টি ভবন ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। -স্টাফ রিপোর্টার
×