ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শান্তি ও ঐক্য ফিরিয়ে আনা জরুরী ॥ অন্তর্বর্তী প্রেসিডেন্ট

প্রকাশিত: ০৩:৪৬, ১৪ মে ২০১৬

শান্তি ও ঐক্য ফিরিয়ে  আনা জরুরী ॥ অন্তর্বর্তী  প্রেসিডেন্ট

দিলমা রুসেফের অভিশংসনের পক্ষে সিনেটের ভোটের পর ব্রাজিলের নয়া অন্তর্বর্তী প্রেসিডেন্ট মিশেল তেমের জাতির উদ্দেশে ভাষণে জনগণের মূল্যবোধ এবং অর্থনীতিতে প্রাণশক্তি ফিরিয়ে আনার উদ্যোগে নয়া নেতৃত্বের সক্ষমতার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন। খবর বিবিসির। দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার একটি ব্যবসাবান্ধব মন্ত্রিপরিষদ ঘোষণা করেন তিনি। ডানপন্থী দল পিএমডিবির সদস্য তেমের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান হেনরিকে মেইরেলেসকে অর্থমন্ত্রী নিযুক্ত করেছেন। সিনেট বৃহস্পতিবার দিলমা রুসেফের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর পক্ষে ভোট দেয়। এতে ছয় মাসের জন্য বরখাস্ত হন তিনি। রুসেফ বরখাস্ত হওয়ার পরপরই তার শত্রু হিসেবে পরিচিত হয়ে ওঠা ভাইস প্রেসিডেন্ট মিশেল তেমের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হন। সিনেটের ওই ভোটের ফলে ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট রুসেফকে এখন ছয় মাসের জন্য ক্ষমতার বাইরে থাকতে হবে। তার বিরুদ্ধে যে অভিশংসন প্রক্রিয়া শুরু হবে, তা কয়েক মাস চলবে। তেমের বলেন, ‘ব্রাজিলে শান্তি ফিরিয়ে আনা এবং ঐক্য জরুরী। আমরা এমন একটি সরকার গঠন করবো, যা জাতিকে রক্ষা করবে।’ তেমের বলেন, তার প্রধান কাজ হবে অর্থনীতিতে প্রাণশক্তি ফিরিয়ে আনা। তেমের বলেন, বিনিয়োগ আকর্ষণ ও অর্থনীতিকে চাঙ্গা করে দেশের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনা জরুরী। এদিকে সিনেটের ভোটের পর রুসেফ এক ভাষণে বলেন, এটি তার বিরুদ্ধে ‘অভ্যুত্থান আর তামাশা’। রুসেফ বলেন, পরিকল্পিত চক্রান্তের অংশ হিসেবে তার বিরুদ্ধে অভিশংসনের এ পদক্ষেপ নেয়া হয়েছে।
×