ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কের অবনতি

প্রকাশিত: ০৩:৪৬, ১৪ মে ২০১৬

যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কের  অবনতি

পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক গত তিন মাসে নিম্নপর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি মার্কিন কংগ্রেস এফ সিক্সটিন ক্রয় চুক্তির জন্য তহবিল আটকে দেয়ায় এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বৃহস্পতিবার এ কথা বলেছেন। যুক্তরাষ্ট্র থেকে ৮টি লকহিড মার্টিন এফ সিক্সটিন জেট ক্ষয়ের ওপর সিনেটর মহসিন লেঘারি ও অন্যান্য সিনেটর একটি মুলতবি প্রস্তাব আনার পর বৃহস্পতিবার পার্লামেন্টের উচ্চ পরিষদে এক পররাষ্ট্র নীতি বিষয়ক বিবৃতি দিচ্ছিলেন সারতাজ আজিজ। তিনি বলেন, বিষয়টি আমেরিকান কর্তৃপক্ষের সঙ্গে এখনও আলোচনাধীন রয়েছে এবং মার্কিন প্রশাসন ও কংগ্রেস সদস্যদের কোন সংলাপে জড়িত রাখার জন্য একাধিক ফ্রন্টে জোর চেষ্টা চালাচ্ছে ইসলামাবাদ। তিনি বলেন, কংগ্রেস এ ব্যাপারে বৈদেশিক সামরিক অর্থায়ন (এফএমএম) সুবিধা ব্যবহারের জন্য ওবামা প্রশাসনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। অথচ আমরা যেখানে এর মধ্যেই প্রায় অনুমোদন অর্জন করেছি যেখানে তহবিল প্রশ্নটি এখনও আলোচনা করা হচ্ছে মার্কিন কংগ্রেসে। সারতাজ ২০১৫ সালের অক্টোবরে বলেছেন, পাকিস্তান ৬৯ কোটি ৯০ লাখ ডলার মূল্যের ৮টি এফ সিক্সটিন জেট কেনার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক সমঝোতায় পৌঁছেছে। চুক্তি অনুযায়ী, পাকিস্তানকে এর জাতীয় তহবিল থেকে ২৭ কোটি ডলার প্রদান করতে হবে এবং বাকি ৪৩ কোটি ডলারের অর্থায়ন করবে যুক্তরাষ্ট্র; অথচ কংগ্রেস বিমানগুলোর বিক্রয় অনুমোদন করলেও এপ্রিলের শেষের দিকে এফএমএম ব্যবহারের ওপর বাধার সৃষ্টি করে। -এক্সপ্রেস ট্রিবিউন অনলাইন
×