ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টেকনাফে আনসার ক্যাম্পে অস্ত্রধারীদের হামলা, আনসার সদস্য নিহত

প্রকাশিত: ১৮:৫৪, ১৩ মে ২০১৬

টেকনাফে আনসার ক্যাম্পে অস্ত্রধারীদের হামলা, আনসার সদস্য নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে সশস্ত্র দুর্বৃত্তরা আনসার ক্যাম্পে হামলা চালিয়েছে। তাদের গুলিতে এক আনসার সদস্য নিহত হয়েছে। অস্ত্রধারীরা লুট করে নিয়ে গেছে আনসারের ১১টি অস্ত্র। নিহত আনসার (পিসি) আলী হোসেন (৫৫) টাঙ্গাইল জেলার শফিপুর এলাকার মৃত শুক্কুর আলীর পুত্র। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াই টায় টেকনাফের মুচনী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের শালবাগান আনসার ক্যাম্পে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, মুচনী ক্যাম্প সংলগ্ন পাহাড়ের সন্নিকটে সি এবং ডি ব্লকে অবস্থিত শালবাগান আনসার ক্যম্পে রাতে একদল সশস্ত্র ব্যক্তি হামলা চালায়। অস্ত্রধারী দুর্বৃত্তের গুলিতে আনসার ক্যাম্পের দায়িত্বরত পিসি আলী হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় ক্যাম্প হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ক্যাম্পের দায়িত্বে থাকা আনসার টুআইসি আলমগীর হোসন বলেন, নিহত আলী হোসেনের বুকে ১রাউন্ড গুলিবিদ্ধ হয়েছে। আনসার সদস্যরা অস্ত্রধারী কিছু সদস্যকে চিনতে পেরেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ও বিজিবির উর্ধতন কর্তৃপক্ষ। পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, এ ঘটনায় অপরাধীদের ধরতে অভিযান চলছে।
×