ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতে দুর্বৃত্তের হাতে সাংবাদিক খুন

প্রকাশিত: ১৮:৩১, ১৩ মে ২০১৬

ভারতে দুর্বৃত্তের হাতে সাংবাদিক খুন

অনলাইন ডেস্ক॥ ভারতের ঝাড়খন্ডের ছাতরা জেলায় এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার একথা জানিয়েছে রাজ্যটির পুলিশ। পুলিশ সূত্রে খবর, গতকাল বৃহস্পতিবার রাতে কাজ শেষে বাসায় ফিরছিলেন ঝাড়খন্ডের একটি স্থানীয় হিন্দি গণমাধ্যমের সাংবাদিক ইন্দ্রদেব যাদব। সে সময় কয়েকজন দুর্বৃত্ত মোটরবাইকে করে এসে ওই সাংবাদিককে খুব কাছ থেকে পাঁচ রাউন্ড গুলি করে। তিনটি গুলি লাগে তাঁর গায়ে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন যাদব। পুলিশ জানিয়েছে, রাত ৯ টা নাগাদ ছাতরা বাইপাস সংলগ্ন দেবারিয়া পঞ্চায়েত সচিবালয়ের কাছে মোটরবাইকে করে বাসায় ফেরার পথেই দুর্বৃত্তদের হামলার শিকার হন যাদব। ঘটনার পরই তাঁর স্বজন ও বন্ধুবান্ধবরা ছাতরা হাসপাতালে নিয়ে যায় তাকে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঠিক কি কারণ এই খুন তা জানা যায়নি। এদিকে সাংবাদিক খুনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঝাড়খন্ড জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেএএ), জার্নালিস্ট বিচার মঞ্চসহ গণমাধ্যমের অন্যান্য সংগঠন। দোষীদের আটকের পাশাপাশি যাদবের পরিবারকে ৫০ লাখ রুপি ক্ষতিপূরণেরও দাবি জানিয়েছে জেএএ।
×