ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বকেয়া বেতন দাবিতে নিউমার্কেটে সড়ক অবরোধ

প্রকাশিত: ০৫:৪৬, ১৩ মে ২০১৬

বকেয়া বেতন দাবিতে নিউমার্কেটে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর নিউমার্কেট এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন এসকে গার্মেন্টসের শ্রমিকরা। এতে এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে পুলিশের উর্ধতন কর্মকর্তারা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের দ্রুত বেতন পরিশোধের আশ্বাস দিলে বেলা দেড়টার দিকে তারা অবরোধ তুলে নেন। ধানমন্ডি জোনের সহকারী কমিশনার রুহুল আমিন সাগর জানান, বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিউমার্কেটের সামনের সড়ক অবরোধ করেন গামের্ন্টস শ্রমিকরা। এ সময় আশপাশের সড়ক ব্যাপক যানজট দেখা দেয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তিনি জানান, এ সময় মালিকপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। পাশাপাশি শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে তুলে দেয়ারও চেষ্টা চালানো হয়। পরে মালিকপক্ষ দ্রুত বেতন পরিশোধের আশ্বাস দিলে দুপুর দেড়টার দিকে গামের্ন্টস শ্রমিকরা অবরোধ তুলে নেন। পরে মিরপুর রোডে যান চলাচল শুরু হয় বলে সহকারী পুলিশ কমিশনার রুহুল আমিন জানান।
×