ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেয়ার বেচবেন প্রিমিয়ার লিজিংয়ের উদ্যোক্তা

প্রকাশিত: ০৩:৫৭, ১৩ মে ২০১৬

শেয়ার বেচবেন প্রিমিয়ার লিজিংয়ের উদ্যোক্তা

ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের কোম্পানি প্রিমিয়ার লিজিং এ্যান্ড ফিন্যান্স লিমিটেডের উদ্যোক্তা মিজানুর রহমান চৌধুরী শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। এ উদ্যোক্তা পাঁচ লাখ শেয়ার বেচবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। মিজানুর রহমানের কাছে কোম্পানির মোট ৪৮ লাখ ৮১ হাজার শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে উল্লিখিত পরিমাণ শেয়ার তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজারদরে বিক্রি করতে পারবেন। -অর্থনৈতিক রিপোর্টার জিবিবি পাওয়ারের এজিএম স্থগিত পুঁজিবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ার লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। কোম্পানিটি এজিএমের নতুন তারিখ পরে জানাবে। জানা গেছে, অর্থ বিল ২০১৫ ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা পরিপালনের লক্ষ্যে কোম্পানির এজিএম স্থগিত করা হয়েছে। কোম্পানিটির হিসাব বছর ১৮ মাসে অর্থাৎ ৩০ জুন শেষ হবে। এর পর কোম্পানিটি এজিএমের নতুন তারিখ ঘোষণা করবে। এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদ আগামী ২০ জুন এজিএম করার সিদ্ধান্ত নিয়েছিল। কোম্পানির রেকর্ড ডেট আগামী ১৯ মে অপরিবর্তিত থাকবে। কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত হিসাব বছরে ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ আগামী ১৯ জুলাইয়ের আগেই বণ্টন করা হবে। -অর্থনৈতিক রিপোর্টার এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের ইপিএস ৪৩ পয়সা অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৩ পয়সা। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৫৮ পয়সা। এ হিসাবে কোম্পানিটির ইপিএস কমেছে ১৫ পয়সা বা ২৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। প্রথম প্রান্তিক অর্থাৎ জানুয়ারি’২০১৬ থেকে মার্চ’২০১৬ মেয়াদে এ ইপিএস করেছে কোম্পানিটি। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৭ টাকা ৮৫ পয়সা। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১৭ টাকা ২০ পয়সা। লিগ্যাসি ফুটওয়্যারের সভা স্থগিত অর্থনৈতিক রিপোর্টার ॥ পরিচালনা পর্ষদের সভা স্থগিত করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্যানারি খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। পাশাপাশি আর্থিক বছর পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। সূত্রমতে, লিগ্যাসি ফুটওয়্যারের বোর্ড সভা সোমবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভায় ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের পরিবর্তে অনিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা করা হবে বলে জানানো হয়েছিল।
×