ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১৪টি বিলে রাষ্ট্রপতির সম্মতি

প্রকাশিত: ০১:২৪, ১২ মে ২০১৬

১৪টি বিলে রাষ্ট্রপতির সম্মতি

অনলাইন রিপোর্টার ॥ সদ্য সমাপ্ত দশম সংসদ অধিবেশনে পাস হওয়া ১৪টি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর ফলে বিলগুলো আইনে পরিণত হলো। বৃহস্পতিবার তিনি এসব বিলে সম্মতি দেন। জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ অধিশাখা থেকে এ তথ্য জানানো হয়। বিলগুলো হল : আর্মি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬; ক্যাডেট কলেজ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬; এয়ার ফোর্স (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬; সিভিল কোর্টস (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬; কোর্ট ফিস (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬। এছাড়াও রয়েছে প্রতিরক্ষা কর্মবিভাগ (কতিপয় আইন সংশোধন) বিল, ২০১৬; প্রতিরক্ষা কর্মবিভাগ (সর্বাধিনায়কতা) বিল, ২০১৬; চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল, ২০১৬; রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল, ২০১৬; দ্য প্রেসিডেন্ট (রিমানেরেশন অ্যান্ড প্রিভিলেজেস) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬; দ্য প্রাইম মিনিস্টার (রিমানেরেশন অ্যান্ড প্রিভিলেজেস) (অ্যামেন্ডমেন্ট) বিল ২০১৬; স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার (রিমানেরেশন অ্যান্ড প্রিভিলেজেস) (অ্যামেন্ডমেন্ট) বিল ২০১৬, দ্য মিনিস্টারস, মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টারস (রিমানেরেশন অ্যান্ড প্রিভিলেজেস) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬; এবং মেম্বারস অব পার্লামেন্ট (রিমানেরেশন অ্যান্ড প্রিভিলেজেস) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬।
×