ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মৃত্যুদন্ড রহিত চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ

প্রকাশিত: ০০:৪৫, ১২ মে ২০১৬

মৃত্যুদন্ড  রহিত চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ

স্টাফ রিপোর্টার॥ মৃত্যুদন্ড রহিত চেয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রীমকোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। বৃহস্পতিবার সকালে ডাক ও রেজিস্ট্রি যোগে সরকারের কেবিনেট সচিব, আইন সচিব ও স্বরাষ্ট্র সচিবের প্রতি এই নোটিশ পাঠানো হয়। আইনজীবী ইউনুছ আলী আকন্দ নিজেই বিষয়টি নিশ্চত করেছেন। তিনি বলেন, নোটিশে মৃত্যুদন্ড আইন রহিত করার জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেয়া হয়েছে, অন্যথায় হাইকোর্টে রিট আবেদন করা হবে। ইউনুছ আলী আকন্দ আরো বলেন, পৃথিবীর প্রায় একশত ৪০টি দেশে মৃত্যুদন্ডের সাজা নেই। ইউরোপের রাশিয়া ব্যতীত সকল দেশেই মৃত্যুদন্ডের সাজা নেই। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ইন্ডিয়ান সুপ্রীমকোর্টের আইনেও মৃত্যুদন্ড নেই। তাই দেশের সকল আইন থেকে মৃত্যুদন্ড বন্ধ করার জন্য বলা হয়েছে।সংবিধানের ধারায় কোন ধরনের অপরাধের জন্য মৃত্যুদন্ড সাজা কার্যকর করা হবে তা স্পষ্ট করে উল্লেখ নেই ।
×